রাজনৈতিক পালাবদলে কমেছে বৈদেশিক প্রতিশ্রুতি ও অর্থছাড়
- আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০২:২১:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০২:২১:০৪ অপরাহ্ন
রাজনৈতিক পালাবদলে কমেছে বৈদেশিক প্রতিশ্রুতি ও অর্থছাড়। একইসঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নও কমেছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের অর্থছাড় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ কম বলে জানা গেছে।
সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছয় মাসে বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ৩ দশমিক ৫৩২ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) তথ্য অনুযায়ী, জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ২ দশমিক ২৯৮ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৯৮৯ বিলিয়ন ডলার।
উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমলেও আগের নেয়া ঋণের কারণে বৈদেশিক ঋণ পরিশোধ ক্রমান্বয়ে বাড়ছে। অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশ বিভিন্ন ঋণের সুদ ও আসল মিলিয়ে উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশ পরিশোধ করেছিল ১ দশমিক ৫৬৭ বিলিয়ন ডলার।
অন্যদিকে, সরকারি অর্থায়নের প্রকল্পের মতো বিদেশি ঋণের প্রকল্প বাস্তবায়নেও গতি কমেছে। মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের মতো বেশকিছু বৈদেশিক অর্থায়নের প্রকল্পেরও ঠিকাদার চলে গেছে। এ প্রকল্পের মতো অনেক প্রকল্পে নতুন পরিচালক নিয়োগ দিতে হয়েছে। অনেক প্রকল্পে বৈদেশিক ঠিকাদার প্রতিষ্ঠানও চলে গেছে। আবার বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন স্থবির হওয়ায়ও প্রকল্প বাস্তবায়ন কমেছে। এসব কারণে বাস্তবায়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে উন্নয়ন প্রকল্পে বৈদেশিক অর্থছাড় কমেছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ