ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোজাম্মেল বাবু ফারজানা রুপা ও শাকিল আহমেদ নতুন মামলায় গ্রেফতার উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে-শিক্ষা উপদেষ্টা নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড

দাবি পূরণে সরকারকে ১০ ঘণ্টা সময় দিলেন এবতেদায়ী শিক্ষকরা

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০২:১৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০২:১৮:০৯ অপরাহ্ন
দাবি পূরণে সরকারকে ১০ ঘণ্টা সময় দিলেন এবতেদায়ী শিক্ষকরা
জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা এবতেদায়ী মাদরাসার শিক্ষকরা এবার সরকারকে ১০ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে শাহবাগ থানা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ ঢাকায় অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল সোমবার দুপুরে শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনের সড়কে শিক্ষকদের অবস্থান সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। আন্দোলন পরিচালনাকারী কমিটির সদস্য সামসুল হক আনসারী বলেন, আমাদের দাবি এখন একটাই, জাতীয়করণ। গতকাল সরকারকে আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম। আজকে স্পষ্ট করে বলতে চাই আর মাত্র ১০ ঘণ্টা। এর মধ্যে দাবি না মানলে সারাদেশের সকল এবতেদায়ী মাদরাসা বন্ধ করে দিয়ে সবাই ঢাকায় আসতে বাধ্য হব। দাবি না মানা পর্যন্ত আমরা উঠব না। জাতীয়করণের দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। পরে সেখান থেকে পদযাত্রা নিয়ে স্মারকলিপি জমা দিতে তারা রওনা হন প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে। পদযাত্রাটি শাহবাগে পৌঁছালে লাঠিচার্জের পাশাপাশি কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তারপর থেকে তারা পাবলিক লাইব্রেরির সামনের সড়কের একাংশে অবস্থান নিয়ে আছেন। পুলিশি হামলার নিন্দা জানিয়ে বাগেরহাটের কোড়ামারা হিফজুল কোরআন স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষক সামসুল হক আনসারী বলেন, ১৯ জানুয়ারি থেকে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। আইনশৃঙ্খলা বাহিনী শাহবাগে যেভাবে আমাদের উপর হামলা চালিয়েছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই হামলার সুষ্ঠু তদন্তসহ বিচার চাই। এবতেদায়ী শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন। তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ অগাস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে। আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হল। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কীভাবে এই লাঠিচার্জ করে? আন্দোলনকারীদের একজন ময়মনসিংহের নান্দাইলের খোরশেদ আলম বলেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধিনিয়ম অনুসরণ করে চাকরি করছি। কিন্তু প্রায় ৪০ বছর বিনা বেতনে মানবেতর জীবনযাপান করছি। এখন আমাদের দাবি একটাই, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি-নিয়ম অনুসরণ করে জাতীয়করণ করা; এটা করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাব।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য