ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

কুষ্টিয়ায় ব্যাংক থেকে ভিক্ষুকের ৯৩ হাজার টাকা নিয়ে উধাও

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:৫৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:৫৭:৩০ অপরাহ্ন
কুষ্টিয়ায় ব্যাংক থেকে ভিক্ষুকের ৯৩ হাজার টাকা নিয়ে উধাও
কুষ্টিয়া প্রতিনিধি ভিক্ষা করে জমানো টাকা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন নুরজাহান খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা। এ সময় তার সঙ্গে ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শাবানা খাতুন। দুজনের ভিক্ষাবৃত্তির জমানো টাকা ছিল ৯৩ হাজার। সেই টাকা ব্যাংকে রাখার জন্য হিসাব খোলার সময় তাদের টাকা নিয়ে পালিয়ে গেছেন এক প্রতারক। গত রোববার দুপুরে অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার বড়বাজার শাখায় এ ঘটনা ঘটে। বৃদ্ধা নুরজাহান খাতুন ও তার মেয়ে শাবানা খাতুন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকার বাসিন্দা। তারা দুজনেই ভিক্ষা করেন। ব্যাংকে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, টাকা জমা দিতে নুরজাহান খাতুন ও তার মেয়ে শাবানা খাতুন ব্যাংকের ভেতরে প্রবেশ করলেই নতুন ব্যাংক হিসাব নম্বর খুলতে ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। এক পযার্য়ে সেখান থেকে একজন টাকা জমা দেবেন বলে নুরজাহান নামে ওই বৃদ্ধার কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। কালো রঙের সোয়েটার, নীল প্যান্ট ও কালো জুতা পরা ছিলেন ওই প্রতারক। নুরজাহান খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর থেকে শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকায় মা-মেয়ে একসঙ্গে থাকি। ভিক্ষা করে এই টাকাগুলো জমিয়েছিলাম। টাকা ব্যাংকে রাখার জন্য মা-মেয়ে সকালে ব্যাংকে আসি। এরপর ব্যাংকের লোকজন কয়েকটি টিপসই নেন। একজন এসে বলে টাকা জমা দিতে হবে। তাই তার কাছে টাকাগুলো দিই। পরে তিনি আর আসেননি। ব্যাকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, ভুক্তভোগী নুরজাহান খাতুন থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরকে ধরতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ