ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র

কুষ্টিয়ায় ব্যাংক থেকে ভিক্ষুকের ৯৩ হাজার টাকা নিয়ে উধাও

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:৫৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:৫৭:৩০ অপরাহ্ন
কুষ্টিয়ায় ব্যাংক থেকে ভিক্ষুকের ৯৩ হাজার টাকা নিয়ে উধাও
কুষ্টিয়া প্রতিনিধি ভিক্ষা করে জমানো টাকা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন নুরজাহান খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা। এ সময় তার সঙ্গে ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শাবানা খাতুন। দুজনের ভিক্ষাবৃত্তির জমানো টাকা ছিল ৯৩ হাজার। সেই টাকা ব্যাংকে রাখার জন্য হিসাব খোলার সময় তাদের টাকা নিয়ে পালিয়ে গেছেন এক প্রতারক। গত রোববার দুপুরে অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার বড়বাজার শাখায় এ ঘটনা ঘটে। বৃদ্ধা নুরজাহান খাতুন ও তার মেয়ে শাবানা খাতুন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকার বাসিন্দা। তারা দুজনেই ভিক্ষা করেন। ব্যাংকে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, টাকা জমা দিতে নুরজাহান খাতুন ও তার মেয়ে শাবানা খাতুন ব্যাংকের ভেতরে প্রবেশ করলেই নতুন ব্যাংক হিসাব নম্বর খুলতে ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। এক পযার্য়ে সেখান থেকে একজন টাকা জমা দেবেন বলে নুরজাহান নামে ওই বৃদ্ধার কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। কালো রঙের সোয়েটার, নীল প্যান্ট ও কালো জুতা পরা ছিলেন ওই প্রতারক। নুরজাহান খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর থেকে শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকায় মা-মেয়ে একসঙ্গে থাকি। ভিক্ষা করে এই টাকাগুলো জমিয়েছিলাম। টাকা ব্যাংকে রাখার জন্য মা-মেয়ে সকালে ব্যাংকে আসি। এরপর ব্যাংকের লোকজন কয়েকটি টিপসই নেন। একজন এসে বলে টাকা জমা দিতে হবে। তাই তার কাছে টাকাগুলো দিই। পরে তিনি আর আসেননি। ব্যাকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, ভুক্তভোগী নুরজাহান খাতুন থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরকে ধরতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য