ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অসন্তোষ বিক্ষোভে উত্তাল মহাসড়ক

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:৪৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:৪৯:৫০ অপরাহ্ন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অসন্তোষ বিক্ষোভে উত্তাল মহাসড়ক
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এতে মহাসড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকাল ৩টা পর্যন্ত সমাবেশ করেছেন তারা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সচেতন নাগরিক ফোরাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় সরকার, পিয়াস, মওদুদ আহমেদ, মিরাজ হোসেন, সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের তাইবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের মাইশা, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন, বাংলা বিভাগের ফাহিমা ও মাহফুজ আলম প্রমুখ বক্তব্য দেন। শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দীর্ঘদিনেও হয়নি। তাই তাদের আর কোনও দাবিদাওয়া নেই। দাবি একটাই এখন, সেটা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস। দীর্ঘ সময় ধরে অস্থায়ীভাবে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, মাওলানা সাইফুদ্দিন কলেজে বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর জন্য পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাস ও হল না থাকায় শিক্ষার্থীদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে হয়। নিজস্ব ক্যাম্পাস না হওয়ার জন্য নানা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের কাছে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা নিতে জোর দাবি জানান। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছেন শিক্ষার্থীরা। একই দাবিতে গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি। উপাচার্য এস এম হাসান তালুকদার বলেন, ?‘বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে গত আট বছরে এ পর্যন্ত সাত থেকে আটবার প্রস্তাবিত প্রকল্পের ডিডিপি বাজেট পর্যালোচনা করে কমানো হয়েছে। এখন ৫৯৯ কোটি ৫০ লাখ টাকার মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার জন্য ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ২৮ জানুয়ারি পরিকল্পনা কমিশনের সভায় প্রস্তাবনাটি উত্থাপন করে অনুমোদনের কথা রয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের দাবি একটি যোক্তিক দাবি। এই দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। গত বৃহস্পতিবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ১৯৯ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সইসংবলিত একটি স্মারকলিপি শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।’ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, ‘গত কয়েক দিন ধরে বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা দীর্ঘ সময় মহাসড়কটি অবরোধ করে রাখায় দুই পাশে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে মানুষের ভোগান্তি বেড়ে যাচ্ছে। এ বিষয়ে দৃষ্টি দিতে অব্যাহতভাবে শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে। আশা করি দ্রুত সমস্যা সমাধান হবে।’

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য