ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আবারও পিএসএল থেকে ক্রিকেটার নিলো আইপিএল উইন্ডিজের বিপক্ষে ইংলিশ দল থেকে ছিটকে গেলেন আর্চার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন ক্যাবরেরা ট্রফিখরা কাটিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়লো টটেনহ্যাম ডিআরএস থাকছেনা পিএসএলে আবারও লাহোর শিবিরে যোগ দিলেন রিশাদ পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে ডাক পড়লো মিরাজের দীর্ঘদিনেও শিক্ষাঙ্গনে ফিরে আসছে না স্বাভাবিক অবস্থা গাজায় এখনো কোনো সহায়তা দেয়া যায়নি- জাতিসংঘ গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বিধিমালা অনুসরণ না করে ২৫৭ প্রকৌশলীর পদোন্নতি ১০ম গ্রেডে উন্নীত হচ্ছে মেডিকেল টকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট পদ র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার পদযাত্রায় পুলিশকে নিবন্ধনধারীরা বললেন, ‘দয়া করে মারবেন না’ অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের পদত্যাগ দাবি ২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে : উপদেষ্টা মানবিক করিডোর নিয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে-নিরাপত্তা উপদেষ্টা রাখাইন অঞ্চলের মানবিক করিডোর নিয়ে কোনো কথা হয়নি -খলিলুর রহমান মব সৃষ্টির সুযোগ দেয়া হবে না-রমনা ডিসি

গাজীপুরে ৩০ স্থাপনা উচ্ছেদ, ১০ কোটি টাকার বনভূমি উদ্ধার

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:৪৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:৪৭:০৮ অপরাহ্ন
গাজীপুরে ৩০ স্থাপনা উচ্ছেদ, ১০ কোটি টাকার বনভূমি উদ্ধার
গাজীপুর প্রতিনিধি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে বনভূমিতে অবৈধভাবে স্থাপিত ৩০টি স্থাপনা উচ্ছেদ এবং ৩ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। গত রোববার দিনভর অভিযানে উদ্ধার করা বনভূমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ১০ কোটি টাকা। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হক জানান, সাম্প্রতিক সময়ে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করার কার্যক্রম পরিচালিত হয়। গাজীপুর জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র?্যাব, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে উচ্ছেদ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়। অভিযানে মোট তিন একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। যেখানে অবৈধভাবে নির্মিত দ্বিতল ভবন, দোকানপাটসহ বিভিন্ন ধরনের ছোট বড় মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যার বাজার মূল্য ১০কোটি টাকা। অভিযানকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হক, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, বন বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জার মাসুদ রানাসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্য এবং বনকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স