ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নারায়ণগঞ্জে বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু ষড়যন্ত্র করে লাভ নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন- ফারুক নরসিংদীতে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু ২ চিকিৎসক আটক ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষের ঢল, ১০ দফা ঘোষণা ডেমরায় শহীদ আবু সাঈদ মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই- রাশেদ প্রধান প্রকৌশলীদের অধিকার রক্ষায় আইইবির বিবৃতি ৩ মাস পরও খুলছে না রহস্যের জট হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন

ভারতে ছড়াচ্ছে জিবিএস রোগ, প্রথম মৃত্যু

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:২০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:২০:৫৭ অপরাহ্ন
ভারতে ছড়াচ্ছে জিবিএস রোগ, প্রথম মৃত্যু
ভারতের মহারাষ্ট্রে স্নায়বিক রোগ গুইলেইন-বাররে সিনড্রোমের (জিবিএস) প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে এক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার এ কথা বলেছেন দেশটির স্বাস্থ্যকর্মকর্তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে মহারাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শোলাপুর শহরে এক রোগী মারা গেছেন। ১৬ জন আক্রান্ত ব্যক্তিকে আপাতত ভেন্টিলেটরে রাখা হয়েছে। প্রদেশটিতে জিবিএসের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। এখন পর্যন্ত ১০১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত অধিকাংশ সংক্রমণ পুনে শহর ও এর আশপাশেই সীমাবদ্ধ। শহরটি মহারাষ্ট্রের রাজধানী ও বাণিজ্যিক কেন্দ্র মুম্বাইয়ের মাত্র ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এই রোগের প্রভাবে আক্রান্ত ব্যক্তির অভ্যন্তরীণ প্রতিরক্ষাব্যবস্থায় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে বসে। এরফলে পক্ষাঘাতগ্রস্ত হওয়া, এমনকি মৃত্যুও হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে কয়েকদিন বা কয়েকসপ্তাহ লেগে যেতে পারে। সাধারণত কয়েক সপ্তাহ এর প্রভাব রয়ে যায়। সংস্থাটি জানিয়েছে, জিবিএসে মারাত্মকভাবে আক্রান্তরাও সাধারণ সেরে ওঠেন। তবে অনেকে আরও বেশকিছুদিন দুর্বলতা বোধ করতে পারেন। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জিবিএস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রাভুর্ভাব প্রবণ এলাকায় দ্রুত পরিস্থিতি মোকাবিলায় সক্ষম একটি দল পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, রোগ ছড়িয়ে পড়ার পর পুনের অবস্থা পর্যালোচনা করতে সাত সদস্যের একটি দল পাঠিয়েছে সরকার। জিবিএসের প্রাভুর্ভাবের কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট অবিনাশ ভোন্ডে জানিয়েছেন, জিবিএস একটি সংক্রমণ পরবর্তী অটোইমিউন ডিজিজ। এর প্রাদুর্ভাবের অকস্মাৎ বৃদ্ধির কারণ নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অটোইমিউন ডিজিজ হচ্ছে সেসব রোগ, যেখানে আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাই তার দেহকে আক্রমণ করে বসে। অবিনাশ বলেছেন, অটো ইমিউন ডিজিজ ছোঁয়াচে নয়। কিন্তু যে সংক্রমণের প্রভাবে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেটা ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ