
জিএম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:৩৫:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:৩৫:০৬ অপরাহ্ন


বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গতকাল রোববার ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি কার্যালয়ে পৌঁছালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে স্বাগত জানান চেয়ারম্যান। এসময় বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধানসহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা তাদের মাঝে হয়। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দেশ-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন ইইউ অ্যাম্বাসেডর। এছাড়া পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন তারা। বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল কাউন্সিলর সেবাস্তিয়ান রিজার-ব্রাউন উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ