ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৩:৩১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৩:৩১:৪৬ অপরাহ্ন
রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করেছেন। তবে এ অবস্থায়ও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে সমসাময়িক ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না। এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার এ বছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে। এতে ১৭০টি দেশ অংশ নেবে। রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সম্মেলনের সহ আয়োজক জাতিসংঘ। তিনি বলেন, রাখাইন প্রদেশে একটা বড় রকমের মানবিক বিপর্যয় হয়েছে। বিপর্যয়ের মূল কারণ হচ্ছে সেখানে একটা সিভিল ওয়ার চলছে। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার আর্মির একটা বড় ধরনের ক্লেশ হচ্ছে। সেটার কারণে আরও ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭০ হাজার রোহিঙ্গা এসেছেন। শফিকুল আলম বলেছেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনা একটা সেøা প্রসেস (ধীরগতির প্রক্রিয়া)। গ্লোবালি যদি দেখেন এটি খুবই সেøা প্রসেস। এটার জন্য যত দ্রুত পদক্ষেপ নেয়া দরকার অন্তর্বর্তী সরকার প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের থেকে টাস্কফোর্স করে দেয়া হয়েছে, সম্পদ পুনরুদ্ধারে কমিটি করে দেয়া হয়েছে, ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের ১১টি টিম কাজ করছে। আমরা বিশ্বের বড় বড় এজেন্সির সঙ্গে কথা বলছি, যার মধ্যে কেপিএমজি অন্যতম। তাদের পরামর্শ আমরা নিচ্ছি। আমি বলব আমাদের সর্বোচ্চ গুরুত্ব এখানে। তিনি বলেন, যেই টাকা চুরি হয়েছে সেটি বাংলাদেশের মানুষের খেটে খাওয়া টাকা। তাদের টাকা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। সেই টাকা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনব। সেজন্য পুরো বিশ্বে আমরা সমর্থন চেয়েছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিচ্ছে। আমাদের এখান থেকে টাকা কিছু কিছু উন্নত দেশেও গেছে। কোথায় কোথায় টাকা গেছে, এই মানি ট্রেইল বের করা, কীভাবে গেল, কোন নামে নিয়ে গেছে, ওই টাকা দিয়ে সম্পদ কিনেছে কি না, কি কি কিনেছে, এই পুরো জিনিস বুঝতে হবে, ট্রেইল দেখতে হবে। এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রফেসর ইউনূস যখনই বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলছেন, এ বিষয় তুলছেন। এ টাকা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, এটা যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব ওরস, মাজারে হামলার বিষয়ে আবারও সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের ‘কতল করা’ বক্তব্যের ভিডিও ফুটেজ পর্যালোচনা করার কথা জানান। এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কসাই বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আসাদুজ্জামান খান কামাল ব্রুচার অব বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের যে ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে, রিকশা চালকদেরকে, শ্রমিকদেরকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম আসামি হচ্ছেন তিনি (আসাদুজ্জামান খান)। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিয়ে যারা নিউজ করছে, তাদের মানটা আপনি বোঝেন। এটা একটা বড় ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ ব্রুচারকে প্ল্যাটফর্ম দেয় না। আসাদুজ্জামান খান কামাল ইজ অ্যা ব্রুচার অব বাংলাদেশ। তিনি বলেন, গত ১৫ বছরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে সাড়ে তিন হাজারের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে কমিশন। তিনি বলেন, কমিশনের তথ্যমতে র?্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা সাড়ে তিন হাজার হতে পারে। ইতোমধ্যে ১৭শ’র বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম লিপিবদ্ধ হয়েছে। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর আলবদর সদস্যরা ধরে নিয়ে যায় কথাসাহিত্যিক এবং সাংবাদিক শহীদুল্লা কায়সারকে। পরের বছরের ৩০ জানুয়ারি ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফেরেননি সাহিত্যিক জহির রায়হান। পরবর্তী বিভিন্ন সরকারের আমলে বিছিন্নভাবে রাজনৈতিক কারণে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে আবারও আলোচিত বিষয় হয়ে ওঠে গুম। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে অন্তর্বর্তী সরকার ‘গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি’ গঠন করে। ১৫ বছরে ১ হাজার ৬৭৬টি গুমের অভিযোগ নথিভুক্ত হয় গুম কমিশনে। কমিশন পর্যালোচনা করেছে ৭৫৮টি অভিযোগ। ২০১৬ সালে সর্বোচ্চ ১৩০টি গুমের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেছেন। রোহিঙ্গাদের পুষ্টি ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন ওই নির্বাহী আদেশের অন্তর্ভুক্ত থাকবে না। এজন্য প্রধান উপদেষ্টা ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এ সহায়তা অব্যাহত থাকবে। আজ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে দেখা করেছেন। তখন এ ধন্যবাদ বার্তা তাদেরকে জানিয়েছেন। তাছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে গণমাধ্যমে একটি বার্তাও পাঠিয়েছে। সেখানে জানানো হয়েছে, গতকাল রোববার বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উচ্চপদস্থ প্রতিনিধি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডা. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স