ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি
চট্টগ্রাম-কক্সবাজার রুট

সৈকত ও প্রবাল এক্সপ্রেস চলবে ১ ফেব্রুয়ারি থেকে

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০১:০৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০১:০৭:২২ অপরাহ্ন
সৈকত ও প্রবাল এক্সপ্রেস চলবে ১ ফেব্রুয়ারি থেকে
চট্টগ্রাম প্রতিনিধি বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম-কক্সবাজার রুটে আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন দুটি আন্তঃনগর ট্রেন সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল শুরু হচ্ছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রিও শুরু হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবিএম কামরুজ্জামান এফএনএসকে জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটের নতুন ট্রেন প্রবাল ও সৈকত এক্সপ্রেস আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল শুরু করবে। যাত্রীদের কাছে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে সৈকত এক্সপ্রেস। কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে প্রবাল এক্সপ্রেস ছাড়বে চট্টগ্রামের উদ্দেশ্যে। সৈকত ও প্রবাল এক্সপ্রেস নন-এসি হলেও এই দুটি ট্রেন আন্তঃনগর বলে জানান পরিবহন বিভাগের কর্মকর্তারা। ট্রেনগুলোতে খাবারের গাড়িও থাকছে। স্পেশাল এই ট্রেন জোড়া দিনে চট্টগ্রাম থেকে দুইবার যাবে এবং কক্সবাজার থেকে দুইবার চট্টগ্রাম আসবে। এ অঞ্চলের মানুষ এবং পর্যটকদের সুবিধার্থে এই রুটে চলাচলরত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার। ট্রেন ছাড়ার এবং স্টেশনে থামার সময়সূচি সৈকত এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২১) প্রতিদিন সকাল ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে এবং সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। প্রবাল এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২২) কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। চট্টগ্রামে পৌঁছানোর পর প্রবাল এক্সপ্রেস আবার বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে এবং সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌঁছাবে। সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে রওনা দিয়ে রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সৈকত এক্সপ্রেস ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে। অন্যদিকে, প্রবাল এক্সপ্রেস থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে। রেলওয়ের তথ্যমতে, ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথটি ২০২৩ সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়। এরপর ডিসেম্বরে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু হয়। ইঞ্জিন, কোচ ও লোকবল সংকট দেখিয়ে চট্টগ্রাম থেকে ট্রেন চালু হয়নি। পরে অবশ্য ক্ষোভ ও সমালোচনার মুখে চট্টগ্রামের যাত্রীদের জন্য দুটি কোচ বরাদ্দ রাখা হয়। জানুয়ারিতে আরেকটি আন্তঃনগর ট্রেন চালু করা হয়। ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজারের পথে চলাচল শুরু করে কক্সবাজার এক্সপ্রেস। যাত্রী চাহিদার কারণে ২০২৪ সালের ১০ জানুয়ারি এ পথে চালু হয় আরেকটি ট্রেন পর্যটক এক্সপ্রেস।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য