ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর নোবিপ্রবি শব্দকুটির আয়োজিত নজরুল প্রয়াণ দিবস পালিত পঞ্চগড়ের আলোচিত রফিকুল হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের মালামাল লুটপাট পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‌্যালিও পরিছন্নতা অভিযান জনসম্পৃক্তহীন যারা তারাই পিআর পদ্ধতি চায় : এলডিপি মহাসচিব বেগমগঞ্জে বালিকা মাদ্রাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ মীরসরাইয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে ১০৪ কিমি. সড়কে মৃত্যুফাঁদ পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আদমদীঘিতে ন্যায্যমূল্যে ওএমএসের আটা বিক্রি উদ্বোধন

গ্রানাদাকে উড়িয়ে দিল রেয়াল

  • আপলোড সময় : ১২-০৫-২০২৪ ১০:২২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৪ ১০:২২:২৬ অপরাহ্ন
গ্রানাদাকে উড়িয়ে দিল রেয়াল গ্রানাদাকে উড়িয়ে দিল রেয়াল
স্পোর্টস ডেস্ক
বিপরীত মেরুতে থাকা দুই দলের লড়াইকাগজে কলমে কিংবা পয়েন্ট টেবিলে দুই দলের মধ্যে যে পার্থক্য, সেটাই যেন ফুটে উঠল মাঠের খেলায়একেবারেই পাত্তা পেল না গ্রানাদাআগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া দলটিকে উড়িয়ে দিল রেয়াল মাদ্রিদনতুন চ্যাম্পিয়নের বেশে লা লিগায় প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দলফ্রান গার্সিয়া চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গিলেরদ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচ থেকে গ্রানাদাকে একরকম ছিটকে দেন ব্রাহিম দিয়াসগেল সপ্তাহে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায়, গ্রানাদার বিপক্ষে শুরুর একাদশে ১০টি পরিবর্তন আনেন রেয়াল কোচবায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে খেলা একাদশ থেকে কেবল ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে রাখেন আনচেলত্তিস্বাভাবিকভাবেই শুরুতে এর প্রভাব পড়ে রেয়ালের খেলায়ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যামদের অনুপস্থিতি দলটির আক্রমণে টের পাওয়া যাচ্ছিল বেশরক্ষণও ছিল কিছুটা অগোছালপ্রথম মিনিটেই গার্সিয়া করেন মারাত্মক ভুলতবে সেটার সুযোগ নিতে পারেনি গ্রানাদামরিয়া চেষ্টায় বিপদ থেকে রক্ষা করেন গার্সিয়াইপ্রতি-আক্রমণে মাঝেমাঝে ভীতি ছড়াচ্ছিল গ্রানাদাতবে গোলপোস্টে থিবো কোর্তোয়া ছিলেন তৎপরস্বাগতিকদের দুটি চেষ্টা ঠেকিয়ে দেন রেয়াল গোলরক্ষকখুব ভালো সুযোগ তৈরি করতে ভুগছিল রেয়ালতবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারাসেটারই ফসল ৩৮তম মিনিটের গোলবাইলাইন থেকে দিয়াসের ক্রসে ডামি করেন লুকা মদ্রিচসঙ্গে লেগে থাকা একজনের চ্যালেঞ্জ এড়িয়ে জাল খুঁজে নেন গার্সিয়ারেয়ালের সিনিয়র দলের হয়ে এটাই তার প্রথম গোলযোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অনেকটা এভাবেই ক্রস করেন গার্সিয়াডি-বক্সে বিপজ্জনক জায়গায় বল পেয়ে জালে পাঠান গিলেরদ্বিতীয়ার্ধের শুরুতে একক প্রচেষ্টার গোলে স্কোরলাইন ৩-০ করেন দিয়াস৪৮তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গ্রানাদার তিন খেলোয়াড়কে এড়িয়ে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি১০ মিনিট পর ব্যবধান আরও বাড়ান দিয়াসঅনায়াসে গোলের জন্য চেষ্টা করতে পারতেন লুকা মদ্রিচ
সেটা না করে অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার কাটব্যাক করেন দিয়াসকেপ্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রায় উল্টো দিকে ঘুরে বাঁ পায়ের শটে জালে পাঠান তিনিলা লিগার চলতি আসরে এটি মরক্কোর ফরোয়ার্ডের অষ্টম গোল৮৩তম মিনিটে জালের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন হোসেলুদারুণ স্লাইডে রেয়াল স্ট্রাইকারের শট ঠেকিয়ে দেন কামিল পিয়াতোভস্কিবাকি সময়ে গোলের নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই৩৫ ম্যাচে ২৮ জয় ও ছয় ড্রয়ে ৯০ পয়েন্ট রেয়ালের৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জিরোনা৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা৩৫ ম্যাচে স্রেফ ২১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে গ্রানাদা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব