
মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদেরও দায়িত্ব নেয়া হবেÑ আদিলুর


অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে, জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে। এর জন্য আলাদা অধিদফতর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।’গতকাল রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের কাছে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী পরিবারগুলোর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে অভ্যুত্থানে যারা অপরাধী, সেই অপরাধীদের বিচার। অপরাধীদের বিচারের বিষয়ে সচেতন অন্তবর্তীকালীন সরকার। তবে বিচারের প্রশ্নে তড়িঘড়ি করলে সঠিক হয় না। আবার দীর্ঘসূত্রিতায় বিচারহীনতার সৃষ্টি হয়।’ তিনি বলেন, ‘শহীদ ও আহত পরিবারগুলোর অনেক আকাক্সক্ষা এখনও অবাস্তবায়িত রয়ে গেছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে সেগুলো পূরণ করার চেষ্টা করা হচ্ছে। তবে অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করে সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।’মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জুলাই গণঅভ্যুত্থানের সহিংসতায় নিহত মুন্সীগঞ্জের ১৬ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ