ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

বিক্ষোভে না আসায় গাজীপুরে পোশাক কারখানায় হামলা ভাঙচুর

  • আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০৪:৩৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০৪:৩৮:৫১ অপরাহ্ন
বিক্ষোভে না আসায় গাজীপুরে পোশাক কারখানায় হামলা ভাঙচুর
কালিয়াকৈরের ল্যাভেন্ডার গার্মেন্টসে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা এই হামলা চালায় বলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার জানান গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিক্ষোভে যোগ না দেওয়ায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালের দিকে উপজেলার কামরাঙ্গীরচলা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এই হামলা চালায় বলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান। তিনি বলেন, মঙ্গলবারের একটি শ্রমিক বিক্ষোভে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা যোগ না দেওয়ায় আজকে বহিরাগত শ্রমিকরা সেখানে হামলা ও ভাঙচুর চালিয়েছে। কারখানা ও এর আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহাম্মেদ, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার উপজেলার সফিপুর এলাকায় লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানা ছুটির পর শ্রমিক জহিরুল ইসলাম বাসায় ফিরছিলেন। নিশ্চিন্তপুর (দোকানপাড়) এলাকায় পৌঁছলে ছিনতাকারীর একটি দল তার সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই শ্রমিক তাদের বাধা দেয়। তখন ছিনতাইকারীর ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা মঙ্গলবার বিকালে কাজ বন্ধ করে খুনি ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হলে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। এ সময় শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু শ্রমিকরা তাতে সাড়া দেয়নি। তখন বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। এর জের ধরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানায় হামলা করে। এ সময় তারা কারখানার প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় দুই শ্রমিক আহত হলে সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার নিরাপত্তা বিভাগের সুপারভাইজার মোহাম্মদ কামাল হোসেন বলেন, গত মঙ্গলবার বহিরাগত শ্রমিকেরা প্রধান ফটকের কাউন্টারে হামলা করে। বুধবার এটিএস কারখানাসহ আশপাশের বহিরাগত শ্রমিকরা কারখানায় হামলা চালায়। তাদেরকে বাধা দিলে আমাদের উপরও হামলা চালায় এবং গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে কারখানায় ভাঙচুর করে। কারখানার মানবসম্পদ ও প্রশাসন (এইচআর অ্যান্ড অ্যাডমিন) বিভাগের ব্যবস্থাপক আখতারুজ্জামান বলেন, বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ভাঙচুর করে। প্রাথমিকভাবে ধারণা করছি, তিন কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। ওই ঘটনার পর কারখানা আজকের জন্য ছুটি দিয়েছে। ল্যাভেন্ডার গার্মেন্টসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সৈয়দ আবু জাফর জানান, বহিরাগত শ্রমিকরা মঙ্গলবার কারখানা বন্ধ করার দাবিতে কারখানার প্রধান ফটকে এসে হামলা চালালে আমাদের শ্রমিকরা তাদের প্রতিহত করে। এর জের ধরেই আজকে সকালে বহিরাগত কয়েকশ শ্রমিক আমাদের কারখানায় এসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, হামলার ঘটনার সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য