অর্থনৈতিক রিপোর্টার
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সংস্কারকাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যে বাণিজ্য সংগঠন বিধিমালা চূড়ান্ত হতে পারে। সে ক্ষেত্রে কমে যাবে এফবিসিসিআইয়ের পরিচালক ও সহ-সভাপতির সংখ্যা। এছাড়া সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক নির্বাচিত হবে। এরপর আগামী এপ্রিলের শেষে অনুষ্ঠিত হবে এফবিসিসিআইয়ের নির্বাচন। এফবিসিসিআই সূত্রে এ তথ্য জানা গেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনের পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক বসায় সরকার। ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট ২০২২-এর ধারা ১৭-এর অধীনে গত ১২ সেপ্টেম্বর সাবেক অতিরিক্ত সচিব হাফিজুর রহমানকে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছিল। তবে ওই মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নতুন করে আবারো ১২০ দিন সময় দেয়া হয়েছে তাকে। প্রশাসক হাফিজুর রহমান বলেন, বিভিন্ন কারণে এফবিসিসিআইয়ের সংস্কার জরুরি হয়ে পড়েছে। সংগঠনের সদস্যদের বৃহৎ অংশ সেটা চায়। সে সংস্কার আমরা দ্রুত করার চেষ্টা করছি। বাণিজ্য মন্ত্রণালয়ে দুটি মিটিং হয়েছে। আরেকটি মিটিং করে বাণিজ্য সংগঠন বিধিমালা চূড়ান্ত করা হবে। সেখান থেকে এফবিসিআইয়ের আগের বিধি-বিধানে কিছু পরিবর্তন আসবে। এরপর এপ্রিলের শেষে এফবিসিসিআইয়ের নির্বাচন হবে। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রথম ১২০ দিন শেষ হওয়ার পরে আবারো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ১২০ দিন সময় নেয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সংস্কারের পর এপ্রিলেই এফবিসিসিআইয়ের নির্বাচন
- আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০২:৫১:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০২:৫৪:৩৮ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ