
পতাকা বৈঠকের পরও বেড়া সরায়নি বিএসএফ


জয়পুরহাট প্রতিনিধি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে। এ নিয়ে বিজিবি বিএসএফ বৈঠকে কাঁটাতারের বেড়া দেয়া বন্ধসহ বেড়া খুলে নেয়ার কথা থাকলেও সরানো হয়নি এখনো। বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি।
গত মঙ্গলবার ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৫ পিলারে বিএসএফএফ সদস্যরা শূন্য রেখা থেকে প্রায় ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা।
এ নিয়ে দিনভর বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও বিকালে সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। সেখানে সিদ্ধান্ত হয় তারকাঁটা বেড়া দেয়া বন্ধ থাকবে, যেটুকু দেয়া হয়েছে সেটি সরানো হবে। কিন্তু এখনো তারকাঁটা অপসারণে উদ্যোগ নেয়নি বিএসএফ।
এর আগে গেল বছরের ১৯ অক্টোবর বিএসএফ সদস্যরা কিছু অংশে তারকাঁটার বেড়া দিলে বিজিবির বাধায় বন্ধ হয়ে যায়। এরপর গত মঙ্গলবার আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্য রেখার পাশে ২০ ফিট দূরে কাঁটাতারের বেড়া স্থাপন করে তারা। গতকাল বুধবার বেড়া খুলে নেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও স্থানীয়রা রয়েছে আতঙ্কে।
এ নিয়ে ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিএসএফকে প্রতিবাদলিপি পাঠিয়েছেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ