ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

ভোমরা সীমান্তে যৌথ মাপ-জরিপ স্থগিত

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৭:১৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৭:১৮:৪৯ অপরাহ্ন
ভোমরা সীমান্তে যৌথ মাপ-জরিপ স্থগিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরা সীমান্তে জমি নিয়ে বাংলাদেশি কৃষকদের ধান চাষে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্য ও ভারতীয় নাগরিকদের বাধা দেওয়ার ঘটনায় পূর্বনির্ধারিত যৌথ মাপ-জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত ১২ জানুয়ারি বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশের সার্ভে বিভাগের মাধ্যমে গত  সোমবার জমির মাপ-জরিপ করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এটি স্থগিত করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বলেন, মাপ-জরিপ কার্যক্রম আর হচ্ছে না। বিজিবির পক্ষ থেকে গত সোমবার মাপ-জরিপের তারিখ উল্লেখ করে জরিপ অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছিল। তবে জরিপ অধিদপ্তর থেকে এখনও কিছু জানানো হয়নি।
এদিকে ভোমরা সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকেও বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছেন এবং বেড়িবাঁধ এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে।
ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকার বাসিন্দা নাজমুল হোসেন বলেন, তিনি পানি উন্নয়ন বোর্ড থেকে ১০ শতক জমি ইজারা নিয়ে ধান চাষ করতে গেলে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বাধা দেন। তারা দাবি করেন, ওই জমি ভারতের অংশ। বাধার মুখে তিনি ধান রোপণ বন্ধ রাখতে বাধ্য হন।
একই গ্রামের শাহীন গাজী বলেন, তার বাবা নজরুল ইসলাম গাজী ৫০ বছর ধরে পানি উন্নয়ন বোর্ড থেকে ইজারা নেওয়া জমিতে চাষাবাদ করছেন। তবে কয়েক দিন আগে শ্রমিক নিয়ে জমি চাষ করতে গেলে বিএসএফের সদস্যরা তাদের বাধা দেন।
বিজিবি ও বিএসএফের মধ্যে গত ১২ জানুয়ারি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুইপক্ষই সম্মত হয়, সীমান্তের বিতর্কিত জমি নির্ধারণের জন্য যৌথ মাপ-জরিপ করা হবে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের নেতৃত্বে পতাকা বৈঠকে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাপ-জরিপের পরিকল্পনা করা হলেও এটি আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, যৌথ মাপ-জরিপের মাধ্যমে সমস্যার একটি স্থায়ী সমাধান পাওয়া যাবে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার মিজানুর রহমান বলেন, ভোমরা সীমান্তে বিজিবির তত্ত্বাবধানে মাপ-জরিপ কার্যক্রম নিয়ে আপাতত স্থগিতাদেশ রয়েছে। গত সোমবার মাপ-জরিপ কার্যক্রমের সময় নির্ধারণ করে জরিপ অধিদপ্তরে চিঠি পাঠানো হলেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে এবং বেড়িবাঁধ এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য