ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে ‘নিশ্চিত নই’

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৪:২৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৪:২৬:৩১ অপরাহ্ন
গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে ‘নিশ্চিত নই’
সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার যুদ্ধবিরতি বেশিদিন স্থায়ী হবে, এমনটা মনে করছেন না তিনি। এ বিষয়ে তিনি ‘আত্মবিশ্বাসী নন’ বলে জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি। হোয়াইট হাউসে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, দুই পক্ষ (হামাস-ইসরায়েল) সব শর্ত মেনে চলে যুদ্ধবিরতি অব্যাহত রাখবে কী না। এর জবাবে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই।’ ওটা আমাদের যুদ্ধ নয়; তাদের যুদ্ধ। কিন্তু আমি নিশ্চিত না, যোগ করেন তিনি। তবে ট্রাম্প মত দেন, ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর হামাস এখন ইসরায়েলি পাল্টা হামলায় অনেকটাই ‘দূর্বল’ হয়ে পড়েছে। ট্রাম্প বলেন, আমি গাজার একটি ছবি দেখেছি। দেখে মনে হয়েছে, সেখানে অসংখ্যবার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আবাসন ব্যবসায়ী থেকে জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হওয়া ট্রাম্প জানান, সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে ‘অসামান্য’ পুনর্নিমাণের মধ্য দিয়ে যাবে গাজা। সমুদ্রের কাছে অবস্থিত অসাধারণ একটি জায়গা সেটি (গাজা)—আবহাওয়াও সেরা। আপনারা জানেন, সেখানে সবকিছুই ভালো। আমার মতে, জায়গাটিকে নিয়ে খুব সুন্দর কিছু কাজ করা সম্ভব, যোগ করেন ট্রাম্প। রোববার থেকে ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির আওতায় ইতোমধ্যে দুই পক্ষ জিম্মি ও বন্দি বিনিময় শুরু করেছে। মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া রুপরেখার ভিত্তিতে এই চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীতে ট্রাম্প-বাইডেনের যৌথ কূটনীতিক প্রতিনিধিদলের উদ্যোগে এটি বাস্তবায়িত হয়। এই চুক্তি নিয়ে চাপ দেওয়ার সময় ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি ইসরায়েলকে অকুণ্ঠচিত্তে সমর্থন দেবেন। বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য অধীকৃত পশ্চিম তীরে কিছু কট্টর অবৈধ ইসরায়েলি অধিগ্রহণকারীদের (সেটলার) বিরুদ্ধে বিদিনিষেধ আরোপ করেছিল। তার প্রথম কর্মদিবসের অন্যতম পদক্ষেপ হিসেবে নির্বাহী আদেশের মাধ্যমে এই বিধিনিষেধ বাতিল করেন ট্রাম্প।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স