ঢাকা , রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ , ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না ন্যূনতম ঐকমত্য তৈরি করে জাতীয় নির্বাচনের প্রত্যাশা বিএনপি’র বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৪০ নিয়ম ভেঙে আগের রূপে গোলাপি বাস বিদেশ থেকে টনকে টন চাল আসলেও প্রভাব নেই দামে জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আগামী নির্বাচন- প্রেস সচিব শিগগিরই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক-আলী রিয়াজ সরকারের দ্বিতীয় পর্বেও সংঘাতের আশঙ্কা ড. ইউনূসের শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে- প্রধান উপদেষ্টা রাজধানীতে ফের বেপরোয়া কিশোর গ্যাং পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত হলেও মূল্যছাড় দেবে না আদানি বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে শুরু প্রাধান্য পাচ্ছে যে বিষয়গুলো অপারেশন ডেভিল হান্টে ষষ্ঠ দিনে গ্রেফতার ৫০৯ বিপুলসংখ্যক কারখানা বন্ধে দিশেহারা হাজার হাজার শ্রমিক পোশাক রপ্তানির বিপুল টাকা বিদেশেই থেকে যাচ্ছে আশুলিয়ায় ১২শ’ পিস ইয়াবা উদ্ধার আটক ৩ ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড রামগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা সরিষার বাম্পার ফলন কৃষক খুশি গাজি কালুর জীবন ও দর্শন নিয়ে শোকমেলা অনুষ্ঠিত

আমতলীতে ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে বশীভুত হয়েছে

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ১১:৪৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ১১:৪৩:০৩ অপরাহ্ন
আমতলীতে ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে বশীভুত হয়েছে
আমতলীতে ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে বশীভুত হয়েছে

এস এম সুমন রশিদ,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ 
বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী  বাজারের ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পড়ে । এতে অন্তত ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।  

গত সোমবার দিবাগত গভির রাতে খেকুয়ানী বাজারের  চৌরাস্তার গোজখালী সড়কের পুর্ব দিকে আনুমানিক রাত ১ টার দিকে বেল্লালের হোসেন নামের চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এ খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে ৪৫ মিনিট আগুন নিভানোর চেষ্টা চালিয়ে অবশেষে আগুন  নিয়ন্ত্রনে আনে।


 এতে  মনির, সোহাগ, ছত্তার  হেলাল,নুর আলম. এছিন, জামাল, ইমরান, বেল্লাল, সজরুল পরিমল, রুস্তম মৃধা ও দেলোয়ারের  দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

প্রত্যক্ষ সূত্রে মো:  নজরুল ইসলাম ও জামাল বলেন, বেল্লালের  চায়ের  দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের  মধ্যে আগুন চারিদিয়ে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখায় ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

তারা আরো বলেন, জনস্বার্থের জন্য গুলিশাখালী চাওড়া সংযোগ ব্রিজটি সংস্কারের অভাবে জনদূর্ভোগে পোহাতে হচ্ছে দুই জেলার মানুষও বলতে পারি।তার বাস্তব  রুপ নিলো খেকুয়ানী  বাজারে আগুন লাগা। ফায়ার সার্ভিসের গাড়ী খেুকুয়ানী ঝুকি পূর্ন ব্রিজ দিয়ে না আসতে পারার কারনে এতোগুলো ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে।

 দোকানের মালিক মোঃ হাবিব হাওলাদার  কান্নাজনিত কন্ঠে বলেন, আমার এই দোকান ভারা দিয়ে চলতে হয় আমাকেসহ মোট ১৭ টি দোকান ঘর পুরে ছাই হয়েছে।এতে  প্রায় ২২/২৩ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।আর বেশি ক্ষতি হয়েছে খেকুয়ানি ও  চাওড়া সংযোগ ব্রিজের সংস্কারের অভাবে বৃষ্টি জরাজীর্ণ হয়ে আছে। সেক্ষেত্রে আমতলী ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারছিল না। গাড়ি আসতে অনেক দেরি করে ফেলেছে।তাতে আরো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

আমতলী ফায়ার সার্ভিসের  ওয়্যার হাউজ  ইন্সপেক্টর মো. হানিফ  বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো, আশরাফুল আলম  বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি  ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানে সম্ভব্যনুযায়ী আর্থিক অনুদান দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য