ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা সরকারের নানা পদক্ষেপেও বিদেশী বিনিয়োগে ধস কিটের অভাবে পরীক্ষা ছাড়া লক্ষণ দেখেই চলছে চিকুনগুনিয়ার চিকিৎসা সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ- প্রেস সচিব অনির্দিষ্টকালের ছুটিতে সায়মা ওয়াজেদ, দাবি পলিসি ওয়াচের প্রতিবেদনে চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র‌্যাব চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন লাল চাঁদ-পুলিশ খুনিদের পায়ে লুটিয়ে পড়েও বাঁচাতে পারেনি লাল চাঁদ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কুপিয়ে জখম করা খতিব, থানায় মামলা পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে-কাজী মামুনূর রশিদ মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেয়ার চেষ্টা করছে- রিজভী ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে-ত্রাণ উপদেষ্টা

আমতলীতে ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে বশীভুত হয়েছে

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ১১:৪৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ১১:৪৩:০৩ অপরাহ্ন
আমতলীতে ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে বশীভুত হয়েছে
আমতলীতে ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে বশীভুত হয়েছে

এস এম সুমন রশিদ,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ 
বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী  বাজারের ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পড়ে । এতে অন্তত ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।  

গত সোমবার দিবাগত গভির রাতে খেকুয়ানী বাজারের  চৌরাস্তার গোজখালী সড়কের পুর্ব দিকে আনুমানিক রাত ১ টার দিকে বেল্লালের হোসেন নামের চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এ খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে ৪৫ মিনিট আগুন নিভানোর চেষ্টা চালিয়ে অবশেষে আগুন  নিয়ন্ত্রনে আনে।


 এতে  মনির, সোহাগ, ছত্তার  হেলাল,নুর আলম. এছিন, জামাল, ইমরান, বেল্লাল, সজরুল পরিমল, রুস্তম মৃধা ও দেলোয়ারের  দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

প্রত্যক্ষ সূত্রে মো:  নজরুল ইসলাম ও জামাল বলেন, বেল্লালের  চায়ের  দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের  মধ্যে আগুন চারিদিয়ে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখায় ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

তারা আরো বলেন, জনস্বার্থের জন্য গুলিশাখালী চাওড়া সংযোগ ব্রিজটি সংস্কারের অভাবে জনদূর্ভোগে পোহাতে হচ্ছে দুই জেলার মানুষও বলতে পারি।তার বাস্তব  রুপ নিলো খেকুয়ানী  বাজারে আগুন লাগা। ফায়ার সার্ভিসের গাড়ী খেুকুয়ানী ঝুকি পূর্ন ব্রিজ দিয়ে না আসতে পারার কারনে এতোগুলো ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে।

 দোকানের মালিক মোঃ হাবিব হাওলাদার  কান্নাজনিত কন্ঠে বলেন, আমার এই দোকান ভারা দিয়ে চলতে হয় আমাকেসহ মোট ১৭ টি দোকান ঘর পুরে ছাই হয়েছে।এতে  প্রায় ২২/২৩ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।আর বেশি ক্ষতি হয়েছে খেকুয়ানি ও  চাওড়া সংযোগ ব্রিজের সংস্কারের অভাবে বৃষ্টি জরাজীর্ণ হয়ে আছে। সেক্ষেত্রে আমতলী ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারছিল না। গাড়ি আসতে অনেক দেরি করে ফেলেছে।তাতে আরো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

আমতলী ফায়ার সার্ভিসের  ওয়্যার হাউজ  ইন্সপেক্টর মো. হানিফ  বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো, আশরাফুল আলম  বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি  ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানে সম্ভব্যনুযায়ী আর্থিক অনুদান দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য