রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া মাদ্রাসাছাত্রী সামিয়া আক্তার (১৪) গত সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সামিয়া আক্তার চর আফজল গ্রামের সোহরাব উদ্দিনের মেয়ে। সামিয়া বান্দেরহাট মাজাহারুল উলুম আলিম মাদ্রাসার নবম শ্র্ণের ছাত্রীছিল। এ ঘটনায় রামগতি থানায় একটি মামলা হয়েছে। জানা যায়, গত ১৪ জানুয়ারি গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে পেট্রল ঢেলে সামিয়ার গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।সামিয়ার চিৎকারে আগুন নিবাতে গিয়ে তার চাচা নুর উদ্দিনের দুই হাত ঝলছে যায়। আশঙ্কা জনক অবস্থায় ওই দিনেই সামিয়া ও তার চাচাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই সামিয়া ও তার চাচাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়।সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সামিয়ার মৃত্যু হয়। রামগতি থানার ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, সামিয়ার গায়ে আগুন দেয়ার বিষয় কেউ অভিযোগ করেনি। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে তিনি গিয়েছেন। অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে রামগতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata