ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ওয়ালটনের প্যাসেঞ্জার কার ব্যাটারি গ্রাভিটন উদ্বোধন করলেন কন্ঠশিল্পী তাহসান জুলুমের প্রতিবাদ করায় যাত্রী ফারুক এর উপর বাস স্টাফদের হামলা পুষ্টি কর্মসূচি শিশুস্বাস্থ্যে পরিবর্তন আনতে পারে যশোরে ১১ আ’লীগ নেতার আদালতে আত্মসমর্পণ ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২ হবিগঞ্জে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট স্মার্ট পর্যটন ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে আটাব-আরেফ মালয়েশিয়ায় আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সরকার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণজয়ন্তী উদ্বোধন করলেন রাষ্ট্রপতি উৎপাদনশীলতার দিকে এগিয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স শিল্পখাত আ’লীগ সরকারের সুবিধাভোগী জসিম মোল্লা এখন বিএনপি নেতা ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষকের খুটির জোর কোথায় ? দেশ গঠনে কোনও আপস করবো না -নাহিদ এবার অস্ত্র মামলায় রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদ বিশিষ্ট নাগরিকদের মালয়েশিয়ায় শ্রমবাজার হারানোর শঙ্কা পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত

চৌগাছায় ৪৩ বিঘা জলমহাল উদ্ধার

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ১০:২০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ১০:২০:২৩ অপরাহ্ন
চৌগাছায় ৪৩ বিঘা জলমহাল উদ্ধার
চৌগাছা (যশোর) প্রতিনিধি
চৌগাছায় ভূমিদস্যুদের অবৈধ দখল থেকে ৪৩ বিঘার একটি জলমহাল উদ্ধার করেছে উপজেলা ও  ভূমি প্রশাসন। ভূমিদস্যূরা এমনকি জলমহালটির শ্রেণি (জলমহাল থেকে ধানী) পরিবর্তন করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছিল। গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে এই জলমহাল অবৈধদখলমুক্ত করে লাল পতাকা এবং সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়।
উপজেলা ভূমি অফিস ও চৌগাছা সদর ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, চৌগাছা পৌরসভার চৌগাছা মৌজার জে.এল. নং-১১ এর এসএ খতিয়ান নং- ৪০০, ৪১০, ১২৭৩, ১৬৪৬, ১৮৫৩, ১১৪৮, ৩১৭০, ২৭৬, ২৪৮, ২৬০২, ২৭৪, ১৮৮, ১৫৯৩, ৯৮০, ২৪৬১, ২৫৫২ ও ৪৬৪ খতিয়ানের এসএ দাগ নং-২২৯৩। যা আরএস খতিয়ান ০১ এর ২৭টি আলাদা দাগে ১৪.১০০ একর জমি জলমহাল হিসেবে ছিল। এই জলমহাল দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধির নেতৃত্বে জোরপূর্বক দখলে রেখে মাছ চাষ করা হতো।
শুধু দখলই নয়, এই জলমহালের জমি স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা ভূমি অফিসের অসাধু কর্মচারীদের সহায়তায় রেকর্ড করে নেয়। একইসাথে জমির শ্রেণি পরিবর্তন করে ধানী জমি হিসেবে নিজেদের নামে রেকর্ড করে তারা। পরে বিষয়টি বুঝতে পেরে ভূমি অফিস রেকর্ড সংশোধন করে জলমহালে ফিরিয়ে নেয়ার জন্য মিসকেস করেন। এরপর অবৈধভাবে নিজেদের নামে দখলকারী ব্যক্তিরা দেওয়ানী মামলা করে। তবে মামলায় তারা আদালতে হেরে যায়। এরপরও অবৈধভাবে জলমহালটি দখলে রেখেছিল ওই ভূমিদস্যুরা। ৫ আগস্টের পট পরিবর্তনের পর স্থানীয় জনসাধারণের তোপের মুখে অবৈধদখলদার ওই ভূমিদস্যু চক্রটির এলকাছাড়া হয়ে যায়। এরপর স্থানীয়রা সেটিতে মাছ চাষ করতে থাকেন। এদিকে মিসকেস ও দেওয়ানী মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান জলমহাল দখলমুক্ত করে সরকারের দখলে নেয়ার প্রক্রিয়া শুরু করেন। সবশেষ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে ওই জলমহালের চৌহর্দিতে লাল পতাকা গেড়ে এবং সাইনবোর্ড পুঁতে দিয়ে জমিটি সরকারের দখলে নেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, জমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমিদস্যুরা অবৈধভাবে রেকর্ড করে দখলে রেখেছিল। মিস কেসের মাধ্যমে আমরা রেকর্ড সংশোধন করে খাস খতিয়ানে নিয়েছি। আজ সেটি দখলমুক্ত করা হলো। তিনি জানান, এখন জমিটি’র শ্রেণি পরিবর্তন করে আবার জলমহালে রূপান্তর করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রস্তাব পাঠানো হবে। এরপর এটি ইজারা দেয়ার ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হলো। এটি আমাদের বড় অর্জন। এটি ধানী শ্রেণিতে আছে এখন এটির শ্রেণি পরিবর্তন করা হবে। তিনি বলেন, অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পদ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ