পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সদ্যসমাপ্ত চট্টগ্রামের পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফের ওরশের মেলাকে কেন্দ্র করে বিএনপি’র অঙ্গ সংগঠন শ্রমিক দলনেতা মোহাম্মদ আবছারের বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
গত সোমবার পটিয়া আমির ভাণ্ডার সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওরশ পরিচালনা আহ্বায়ক কমিটির সদস্যরা এ অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা কমিটির আহ্বায়ক ইলিয়াছ চৌধুরী ভুট্টো, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, আবছার উদ্দিন সোহেল, জসিম উদ্দিন মল্ল, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য মনছুর আমিরী, হারুন, বেলাল, ফারুকুল ইসলাম, আকবর হোসেন, আবুল কালাম, ফোরকান প্রমুখ। আহ্বায়ক কমিটি সদস্যরা বলেন, গত ১৫ জানুয়ারি পটিয়ার ঐতিহ্যবাহী আমির ভাণ্ডার দরবার শরীফে শাহ্ আমিরজ্জমান (রহ.)-এর ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির দায়িত্ব পেয়ে সকল সদস্যগণ স্বেচ্ছাসেবকদল নিয়োগ করে ওরশের বিভিন্ন ধরনের নিরাপত্তা জোরদার করেন। এতে ডিজে পার্টির তৎপরতা বন্ধ সহ চুরি, ছিনতাই ঝাপটাবাজি রোধ করা হয়।
সুশৃঙ্খলভাবে দরবারের বিভিন্ন মঞ্জিলে ভক্তদের যাতায়াতের পথ সুগম করা হয়। মহিষ, গরু নেয়ার ক্ষেত্রে বিধি-বিধান পালনের কারণে মহিষের আক্রমণ থেকে লোকজন রক্ষা পায়। অন্যান্য বছরের চেয়ে এবছর লোকজন বেশি হলেও পরিচালনা কমিটির আন্তরিক ভূমিকার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর মধ্যে ওরশ পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক, মেলা উপ-কমিটির আহ্বায়ক শ্রমিক দল নেতা মো. আবছার মেলার প্রায় ২শ দোকান থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজি করে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
