ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয়-আইএসপিআর সারাদেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে-সালাহউদ্দিন আহমদ পোরশায় ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা কাউন্সিল গঠিত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কথাই বলছেন পদক্ষেপ নিতে ব্যর্থ : বিএনপি আবার গোপালগঞ্জ যাবো, জেলার মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো -নাহিদ গোপালগঞ্জে সংঘর্ষে প্রাণহানির ঘটনা তদন্তের দাবি আসকের গোপালগঞ্জে নিহত চার জনের দাফন ও সৎকার সম্পন্ন এসএসসিতে অকৃতকার্যদের মার্চ টু সচিবালয় কর্মসূচিতে পুলিশের বাধা ড্রিমলাইনার রক্ষণাবেক্ষণে বাড়তি নজর দিচ্ছে বাংলাদেশ বিমান উদীচী সভাপতি বদিউর রহমান না ফেরার দেশে দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি ২১ আগস্টের মামলায় তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ২৪ জুলাই সমাগমে দুর্ভোগের আশঙ্কায় আগাম দুঃখ প্রকাশ জামায়াতের ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়-পররাষ্ট্র মন্ত্রণালয় রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল গোপালগঞ্জে সংঘর্ষ পূর্বপরিকল্পিত রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২
শরীয়তপুর সাব-রেজিস্ট্রার অফিস

কে রুখবে নকল নবিশদের জালিয়াতি

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ১০:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ১০:১৭:০০ অপরাহ্ন
কে রুখবে নকল নবিশদের জালিয়াতি
নুরুজ্জামান শেখ, শরিয়তপুর
শরীয়তপুর  সদর সাব রেজিস্টার অফিসের নকল নবিশদের জাল জালিয়াতির অভিযোগ উঠেছে। ২০১৮ সালে শরীয়তপুর  সদর সাব রেজিস্টার অফিসে নকল নবিশপদে যোগদান করেন  নূর হোসাইন,নজরুল ইসলাম ওরফে নোবেল  হাওলাদার, ইয়াসমিন আক্তার সিলভিয়া হোসেন।এই চার জন নকল নবিশ পদে যোগদানের পর থেকেই বিভিন্ন জাল জালিয়াতি ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে।
অনুসন্ধানে উঠে এসেছে, উপরোক্ত চারজন একত্রে দুর্নীতির মাধ্যমে  ২০২৩ সালে  মূল দলিলের নকলের সার্টিফাইট ক জমা না করে  ভুয়া কেস নাম্বার দিয়ে পাবলিকের নিকট হস্তান্তর করে মোটা অংকের ঘুষ-বানিজ্য করে।শরীয়তপুর সদর সাব রেজিস্টার অফিসের স্থায়ী নকল নবীরগণ  ২০২৪ সালের এপ্রিল মাসে ১৬ তারিখে হাতেনাতে প্রমাণসহ জব্দ করে। যাহার দলিল নং ১৬৪৫/২০২৪,১৭০০/২০২৪,১৫৪৩/২০২৪।দুর্নীতিবাজ নকল নবিশ   নূর হোসেন  ২০২২ সালের অক্টোবর মাসের ১২ তারিখে ৭০৭৮ নং দলিলের নকল নিজ হাতে লিখেন যাহার  মূল দলিলের গ্রহীতা মোসাম্মৎ চায়না বেগম। মোটা অংকের ঘুষ বাণিজ্যের বিনিময়ে চায়না বেগমের স্থলে গ্রহীতা মোহাম্মদ মমিন আলী খান লিখে নকল কপি হস্তান্তর করেন। ২০২৪ সালের অক্টোবর মাসের ১৫ তারিখে অফিসের স্থায়ী নকল নবিজগণজালিয়াতি নকলের ফটোকপি জব্দ করে। সদর সাব রেজিস্টার অফিসে বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির সাথে জড়িত নজরুল  ইসলাম ওরফে নোবেল  হাওলাদার   অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ  এবং অন্যান্য  নকল নবিশদের  সাথে অশালীন আচরণ করে। গভীর তত্ত্বে আরো জানা গেছে নজরুল ইসলাম ওরফে নোবেল  হাওলাদার নেশা জাতীয় দ্রব্য সেবন ও বিক্রিসহ  বিভিন্নভাবে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।দুর্নীতিগ্রস্ত নজরুলের বিরুদ্ধে পালং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা হয়েছে।যার মামলা নং -৩৬০০(৩)/১/২০২১।অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপরোক্ত চারজনের কর্মকাণ্ডের কারণে আতঙ্কে  রয়েছে। জালিয়াতির সাথে জড়িত  ওরা যেকোনো সময় অফিসের বিভিন্ন ধরনের  নথি পরিবর্তন করে অফিসের বড় ধরনের ক্ষতি করতে পারে। এছাড়াও ২০১৮ সালে ৫১৯৪ নং মূল দলিলের নাম পরিবর্তন করে মোটা অংকের ঘুষ বাণিজ্য করে। উপরোক্ত অস্থায়ী নকল নবিশ জালিয়াতিদের  বিরুদ্ধে শরীয়তপুর কোর্টে   মামলা দেয়া হয়েছে। ৫১ ৯৪ নং মূল দলিলটি যখন বালামের কপি করার সিরিয়াল আসে তখন নকল নবিশ নূর হোসাইন দলটি বালামে কপি করিতে চায়।অত্র অফিসের মোহরার   মমতাজ বেগম  নূর হোসাইন  কে বলে তুমি জুনিয়র,এই দলিলটির মামলা চলে তাই এই দলিলটি তুমি বালামে কপি করিও না। কিন্তু নূর হোসাইন জোরপূর্ব দলিলটি  বালামে  কপি করে।
সদর সাব রেজিস্ট্রার অফিসের কেরানি আক্তার হোসেনের নিকট উক্ত দলিটি জমা দেয়। দলিলটি জমা দেওয়ার কিছুক্ষণ পরেই কেরানি আখতার হোসেনের কাছ থেকে দলেটি অসম্পূর্ণ কাজের কথা বলে নুর হোসাইন দলটি ফেরত আনেন।দলিলটি  ফেরত আনার পর থেকে ওই ই অত্র অফিসে দলটি আর খুঁজে পাওয়া যায় নাই। দলিলটি না পাওয়ায় নূর হোসাইন কে  প্রচন্ড আকারে  করে চাপ প্রয়োগ করিলে পরবর্তীতে নূর হোসাইন গোপনীয়ভাবে দলটি ফেরত দেন।অত্র অফিসের স্থায়ী নকল নবীগণ জেলা রেজিস্টার ও জেলা : সাব রেজিস্টারের নিকট উপরোক্ত জালিয়াতিদের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ করেও কোন প্রতিকার পায় নাই। জালিয়াতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ার কারণে জালিয়াতিদের অনৈতিক  কর্মকাণ্ড চলমান রয়েছে।
শরীয়তপুর সদর  সদর সাব রেজিস্টার মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে দৈনিক জনতাকে জানান, সম্প্রতি কয়েকদিন পূর্বে আমি সদর কার্যালয়ে জয়েন করেছি। আমার সহকারীর মাধ্যমে একটি প্রতিবেদন পেয়েছি।জেলা রেজিস্টার এর প্রতিবেদনের আলোকেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ