ঢাকা , সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফুলবাড়িয়ায় ৫শ’ বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটির সংস্কার প্রয়োজন ২০ পরীক্ষার্থীর জন্য ১ কক্ষপরিদর্শক ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হাসপাতালে ১১৬২ লটারি সিস্টেম বাতিলের দাবিতে আরইউএমসি শিক্ষার্থীদের আন্দোলন সাউদার্ন ইউনিভার্সিটির ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা হুক্কা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জাগপা সংগঠনে নিষ্ঠা ও নেতৃত্বে নতুন আস্থা- মোস্তফা জামান নতুন বই নিয়ে সংশয় কাটেনি অগ্নিনির্বাপণের প্রযুক্তির যন্ত্রপাতি সরঞ্জামের অভাব বিমানবন্দরে চলন বিলে জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নিতে হবেÑ রিজওয়ানা সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকট ত্রিমুখী চাপে দেশের অর্থনীতি বিমা পলিসির ক্ষতিপূরণ পাবেন না ব্যবসায়ীরা রিটার্নিং কর্মকর্তা হন ডিসিরা নেয়া হয় না নির্বাচন কমিশনে ৫ বছর ধরে উৎপাদন বন্ধ রাষ্ট্রায়ত্ত ৬ চিনিকলের চীনা অর্থায়ন-প্রযুক্তিতে বদলে গেছে দেশের উন্নয়নের চিত্র গণভোট না হলে নির্বাচনের মূল্য নেই- জামায়াত আমির ঐকমত্য কমিশন হয়ে উঠেছে অনৈক্যের প্রতীক জোট করলেও ভোট নিজ প্রতীকে শরীয়তপুরে চিকিৎসায় আধুনিকতার ছোঁয়া

পুরস্কৃত হলেন সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া সেই অটোচালক

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৯:০২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৯:০২:২২ অপরাহ্ন
পুরস্কৃত হলেন সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া সেই অটোচালক
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী। তাকে অস্ত্রোপচার করানো হয়েছে। সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলেও মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত স্থানে ক্ষত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই লীলাবতী হাসপাতালেই চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিনেতাকে। এর আগে রক্তাক্ত সাইফকে হাসপাতালে পৌঁছে দেন যে অটোচালক, তাকে পুরস্কৃত করা হলো এক সংস্থার পক্ষ থেকে। গত বুধবার রাত তখন আড়াইটা-৩টা হবে, সেই সময় বান্দ্রা লিঙ্কিং রোডের গলি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন ভজন সিংহ রানা। সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাসভবন 'সৎগুরু শরণ' অ্যাপার্টমেন্টের কাছ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখেন, সামনে এক নারী। চিৎকার করছেনÑ রিকশা রিকশা বলে। ততক্ষণে সাইফের বহুতলের ফটক থেকেও এক নারী কণ্ঠস্বর শুনতে পান অটোচালক। গেট পেরিয়ে একটু এগিয়েই গিয়েছিলেন ভজন। ডাকাডাকি শুনে গাড়ি ঘুরিয়ে নিয়ে বহুতলের দরজায় অটো থামান। সাদা কুর্তা রক্তে ভেসে যাচ্ছে। নিজের পরিচয় দেন সাইফ আলি খান। কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন অটোচালক ভজনকে। কথা রাখেন চালক। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যান লীলাবতী হাসপাতালে। এবার তার জন্য পুরস্কার পেলেন অটোচালক ভজন সিং রানা। তাকে ১১ হাজার টাকা দেওয়া হয়েছে এক সংস্থার তরফ থেকে। পরিস্থিতির গভীরতা বুঝে মাত্র মিনিট দুয়েকের মধ্যে সাইফকে হাসপাতালে নিয়ে আসার জন্য। পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ওই সময় আমার একমাত্র উদ্দেশ্য ছিল কত দ্রুত আমি ওকে নিয়ে হাসপাতালে যেতে পারব। সেই সময় তো বুঝতেও পারিনি অত বড় তারকা আমার অটোতে বসেছে। তখন ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারা পুরস্কারের সমান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য