
ডিএসইর বাজার মূলধনে যোগ হলো ১২৩৫ কোটি টাকা


অর্থনৈতিক রিপোর্টার
সূচকের বড় উত্থান-পতনের মধ্যদিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে এক হাজার ২৩৫ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.১৭ শতাংশ বা এক হাজার ২৩৫ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ২৬ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ৭৯১ কোটি টাকা। গত সপ্তাহের চেয়ে বেড়েছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫.৪০ পয়েন্ট বা ০.৮১ শতাংশ। এছাড়া ডিএসইএস সূচক বেড়েছে ১০.১৪ পয়েন্ট বা ০.৮২ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭.৩৮ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ। সূচকের বড় উত্থান-পতনের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৮০২ কোটি ৭২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৮২৩ কোটি ৭৩ লাখ টাকা। লেনদেন বেড়েছে ১ হাজার ৯৭৮ কোটি ৯৯ লাখ টাকা। এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৬.০৭ শতাংশ বা ২৫৪ কোটি ৬১ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭০৫ কোটি ৯৩ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪০টি কোম্পানির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১.১২ শতাংশ ও সিএসসিএক্স সূচক ১.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ২৩১.৮৬ পয়েন্ট ও ৯ হাজার ৭৭১.৫২ পয়েন্ট। এছাড়া সিএসআই সূচক ১.০৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ০.৫৮ শতাংশ ও সিএসই-৫০ সূচক ০.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৭.৮৬ পয়েন্টে, ১২৪৩১.৫১ পয়েন্টে ও ১১৪৩.৬১ পয়েন্টে। সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৫৪ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ২১ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১৮৩ কোটি ৬৭ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ