ঢাকা , বুধবার, ২৫ জুন ২০২৫ , ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিভিল সার্জন এর পরিদর্শন পোরশায় এ বছর আম বিক্রির সম্ভাবনা ৯00 কোটি টাকা ‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট’র রিমেকে থাকছেন এমা স্টোন ব্রডওয়ে নাটকে অভিনয় করতে চাই : জেনিফার কুবেরা: কে কত কোটি টাকা পারিশ্রমিক নিলেন? নেতানিয়াহুর গ্রেপ্তার চাইলেন ভারতীয় অভিনেত্রী নিজের চুল কেটে দান করলেন সোনম কাপুর জামিন পেলেন গায়ক নোবেল শাকিব খানের প্রশংসা করলেন রাজীব বিশ্বাস বৃষ্টিতে সুইমিংপুলে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে তাহসান-রোজা কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক বাণিজ্যিক আমদানি ও চোরাচালানের অন্যতম পথ শাহজালাল বিমানবন্দর রাজধানীতে পৃথক ঘটনায় ৩ খুন কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুতে প্রতিবন্ধকতা সালমান-আনিসুল শাজাহানসহ রিমান্ডে ৫ নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা-সালাহউদ্দিন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো সংক্রান্ত রুল শুনানি ৭ জুলাই সাবেক সিইসিকে মব করে হেনস্তার ঘটনা নিন্দা পরিবেশ উপদেষ্টার ধুঁকছে শিল্প খাত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে বিএনপি নেতা মশিউর রহমান গনসংযোগ ও লিফলেট বিতরন করেছেন তালতলীতে
রাজউক ঝিলমিল প্রকল্প

লোটাস কামালের থাবায় বন্ধ ১৪ হাজার ফ্ল্যাট তৈরির কাজ

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৪:৫৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৪:৫৪:৩৯ অপরাহ্ন
লোটাস কামালের থাবায় বন্ধ ১৪ হাজার ফ্ল্যাট তৈরির কাজ
* মালয়েশিয়ান বিএনজি গ্লোবাল কাজ শুরু করেনি ৭ বছরেও * ফ্লাট তৈরির জন্য ১৬০ একর জমি বরাদ্দ বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল)’র অবৈধ হস্তক্ষেপ ও কালোথাবায় ৭ বছরেও কাজ শুরু করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্প। কেরানীগঞ্জের এই প্রকল্পে ৪৮০ বিঘা জমিতে ঝিলমিল ফ্লাট প্রজেক্ট। দীর্ঘ এই সময়ে রাজউকের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের সম্পত্তি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। অনুসন্ধানে জানাগেছে, এই প্রজেক্টে কাগজে-কলমে মুস্তফা কামালের নাম না থাকলেও তারই আশীর্বাদপুষ্ট মালয়েশিয়াভিত্তিক বিএনজি গ্লোবাল কোম্পানিকে দেয়া হয়েছিল কাজ। সাত বছর আগে এই ঠিকাদারি কোম্পানীর সঙ্গে চুক্তি হয়েছিল, ওই জমিতে তারা ১৪ হাজার ফ্ল্যাট তৈরি করে দেবে। পাশাপাশি লেক, খাল, খেলার মাঠসহ নানা সুযোগ-সুবিধার অবকাঠামো তৈরি করবে। রাজউকের নির্ধারিত দরে সেগুলো বিক্রি করে কোম্পানিটি তাদের নির্মাণ খরচ তুলে নেবে। চার বছরের মধ্যে ওই কাজ শেষ করার কথা থাকলেও সাত বছরে কাজও শুরু করতে পারেনি কোম্পানিটি। বিভিন্ন সময় রাজউক ওই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করার চেষ্টা করলেও মুস্তফা কামালের অদৃশ্য ইশারায় তা আর হয়নি। সরকার পরিবর্তনের পর সেই চুক্তি বাতিলের উদ্যোগ নেয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের বিভিন্ন সূত্র জানিয়েছে, ২০১৭ সালে রাজউকের সঙ্গে সম্পাদিত চুক্তিটি এমনভাবে করা হয়েছিল, কোনো শর্তই রাজউকের পক্ষে ছিল না। এ জন্য রাজউক এটা বাতিল করতে পারেনি। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিএনজি গ্লোবালের অফিসে গিয়ে দেখতে পান, কোম্পানিটির রয়েছে নামমাত্র একটি ছোট্ট অফিস। সেখানকার কর্মচারীরা রাজউকের ঝিলমিল প্রকল্পের কোনো তথ্যই জানেন না। তবে তারা মালয়েশিয়ায় অবস্থিত জিয়াংজি কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে একটি চীনা প্রতিষ্ঠানকে স্থানীয়ভাবে সহযোগিতা করে থাকেন। অথচ বিএনজি গ্লোবাল রাজউকের সঙ্গে চুক্তি করার সময় দাবি করেছিল, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামে তাদের সিস্টার কোম্পানি রয়েছে। এ-সংক্রান্ত তথ্যও সঠিক নয় বলে দূতাবাস অভিমত দেয়। কোম্পানিটি নির্মাণ সম্পর্কিত কোনো কাজের সঙ্গেও যুক্ত নয়। অথচ রাজউকের সঙ্গে চুক্তি অনুযায়ী ঝিলমিল প্রকল্পে ৪৮০ বিঘা জমিতে বিএনজি গ্লোবাল ৮৫টি বহুতল ভবন নির্মাণ করবে। ৬০টি ভবন হবে ২০ তলার, ২৫টি হবে ২৫ তলার। মোট ফ্ল্যাট হবে ১৩ হাজার ৭২০টি। ফ্ল্যাটগুলোর আকার থাকবে ১ হাজার ৪০০ বর্গফুট থেকে ২ হাজার ২০০ বর্গফুটের মধ্যে। প্রতিটি ভবন হবে ভূমিকম্প প্রতিরোধী। এ জন্য খরচ ধরা হয়েছিল ৯ হাজার ৯৭৮ কোটি টাকা। রাজউকের এক কর্মকর্তা বলেন, মালয়েশিয়াভিত্তিক এ কোম্পানির পেছনে সাবেক মন্ত্রী মুস্তফা কামাল সব সময় কলকাঠি নেড়েছেন। তারা এ প্রকল্পের কথা বলে চীনা একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০০ কোটি টাকাও হাতিয়ে নিয়েছে বলে রাজউক জানতে পেরেছে। লোটাস কামাল এখন পলাতক। প্রকল্প পরিচালক ওয়াহিদ সাদিক বলেন, বিএনজি গ্লোবাল কোম্পানী চুক্তি লঙ্ঘনই করেননি তারা চুক্তির সব শর্ত পুরনে ব্যর্থ হয়েছে। শুনেছি এনিয়ে উচ্চ আদালতে মামলা চলছে তবে সেই মামলার কপি এখনো আমার হাতে এস পৌছায়নি। রাজউকের এক কর্মকর্তা বলেন, মালয়েশিয়াভিত্তিক এ কোম্পানির পেছনে সাবেক মন্ত্রী মুস্তফা কামাল সব সময় কলকাঠি নেড়েছেন। তারা এ প্রকল্পের কথা বলে চীনা একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০০ কোটি টাকাও হাতিয়ে নিয়েছে বলে রাজউক জানতে পেরেছে। লোটাস কামাল এখন পলাতক।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স