সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
রামগঞ্জে ভাদুর ইউনিয়নের সুধারাম-ভাদুর উচ্চ বিদ্যালয় পাকা সড়কে খানাখন্দের বেহালদশায় বিগত ৫ বছর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে সড়কটি দিয়ে পায়ে হেঁটে চলাও দুরূহ হয়ে পড়েছে।
২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির পিচ ও কংক্রিট উঠে দেবে গিয়ে শতাধিক গর্ত, কোথাও ভেঙে গিয়ে কোথাও খালের সাথে মিশে একাকার হয়ে মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ফলে সড়কটি নির্ভরশীল পশ্চিম ভাদুর, মধ্যভাদুর, উত্তরগ্রামসহ ৫ গ্রামের ১০ সহস্রাধিক বাসিন্দার দুর্ভোগের শেষ নেই।
গত রোববার সরেজমিনে গিয়ে এমন ভয়াবহ পরিস্থিতি দেখা যায়। এ সময় স্থানীয় লোকজন বাবলু, এমরান হোসেন পাটোয়ারী, ব্যবসায়ী এমরান, কৃষক মোহাম্মদ আলম, শ্রমিক শিহাবসহ অনেকে জানান, ২০০৪ সালে সড়কটি পাকা করা হয়েছে। এর কয়েক বছর পর সড়কটি নষ্ট হতে শুরু করে। সড়কটি সংস্কারের জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাছে বার বার ধরনা দিলেও অদ্যাবধি সড়কটি সংস্কার না করায় এমন পরিস্থিতি হয়েছে।
বিগত ৫ থেকে ৬ বছর রিকশাসহ কোনো প্রকার চলাচল করতে পারে না। তাই মুমূর্ষু রোগী এবং গর্ভবতী নারীদেরকে নিয়ে তাদের চরম বিপাকে পড়তে হয়।
কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে চায় না। সড়কটি অতিসত্বর সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরের প্রতি জোর দাবি জানান তারা।
এ ব্যপারে রামগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাজ্জাদ মাহমুদ খান বলেন, সড়কটির বেহাল অবস্থার কথা জানা আছে। তাই সংশ্লিষ্ট দফতরে প্রতিবেদন পাঠিয়েছি। আশাকরি খুব শিগগিরই সড়কটি সংস্কার করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata