ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

রামগঞ্জে ৫ বছর ধরে যানচলাচল বন্ধ

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ১১:৫৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ১১:৫৬:৪১ অপরাহ্ন
রামগঞ্জে ৫ বছর ধরে যানচলাচল বন্ধ
সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
রামগঞ্জে ভাদুর ইউনিয়নের সুধারাম-ভাদুর উচ্চ বিদ্যালয় পাকা সড়কে খানাখন্দের বেহালদশায় বিগত ৫ বছর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে সড়কটি দিয়ে পায়ে হেঁটে চলাও দুরূহ হয়ে পড়েছে।
২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির পিচ ও কংক্রিট উঠে দেবে গিয়ে শতাধিক গর্ত, কোথাও ভেঙে গিয়ে কোথাও খালের সাথে মিশে একাকার হয়ে মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ফলে সড়কটি নির্ভরশীল  পশ্চিম ভাদুর, মধ্যভাদুর, উত্তরগ্রামসহ ৫ গ্রামের ১০ সহস্রাধিক  বাসিন্দার দুর্ভোগের শেষ নেই।
গত রোববার সরেজমিনে গিয়ে এমন ভয়াবহ পরিস্থিতি দেখা যায়। এ সময় স্থানীয় লোকজন   বাবলু,  এমরান হোসেন পাটোয়ারী, ব্যবসায়ী এমরান, কৃষক মোহাম্মদ আলম, শ্রমিক শিহাবসহ অনেকে জানান, ২০০৪ সালে সড়কটি পাকা করা হয়েছে। এর কয়েক বছর পর সড়কটি নষ্ট হতে শুরু করে। সড়কটি সংস্কারের জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাছে বার বার ধরনা দিলেও অদ্যাবধি সড়কটি সংস্কার না করায় এমন পরিস্থিতি হয়েছে।
বিগত ৫ থেকে ৬ বছর রিকশাসহ কোনো প্রকার চলাচল করতে পারে না। তাই মুমূর্ষু রোগী এবং গর্ভবতী নারীদেরকে নিয়ে তাদের চরম বিপাকে পড়তে হয়।
কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে চায় না। সড়কটি অতিসত্বর সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরের প্রতি জোর দাবি জানান তারা।
এ ব্যপারে রামগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাজ্জাদ মাহমুদ খান বলেন, সড়কটির বেহাল অবস্থার  কথা জানা আছে। তাই সংশ্লিষ্ট দফতরে প্রতিবেদন পাঠিয়েছি।  আশাকরি খুব শিগগিরই সড়কটি সংস্কার করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ