ফেনী প্রতিনিধি
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক আফ্রিকান নাগরিক কে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত পরশুরাম উপজেলার নিজকালিকাপুর থেকে তাকে ফেনীস্থ ৪ বিজিবি সদস্যরা আটক করে।
আটককৃত আফ্রিকা নাগরিক ইলমা (২৬) আফ্রিকার সুদান কাটাম বারি হাউজ নং ১০৪, কান্টি এলাকার আবদাল রাহিমের মেয়ে। ফেনীস্থ (৪ বিজিবি) সূত্র জানা যায়, নিজকালিকাপুর বিওপির টহল দল আজ (২০ জানুয়ারি) সকালে পরশুরাম উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামক স্থান হতে আফ্রিকান সুদানী নাগরিক ইলমা ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কালে বিজিবির টহল দল আটক করে। আটককৃত ইলমার কাছ থেকে তার ব্যবহ্নত ০১টি মোবাইল, ১শ ইউএস ডলার, ১টি ভারতীয় ২০ রুপি, ১টি ভারতীয় ১০ রুপি এবং ব্যবহৃত কাপড়সহ ২ টি ব্যাগ সহ পরশুরাম থানায় হস্তান্তর করেন। ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ইতিমধ্যে পরশুরামের ঐ এলাকা হতে বেশ কয়েকজন বিদেশি নাগরিক কে আটক করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
