ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ চবিতে সীমিত পরিসরে শুরু ক্লাস-পরীক্ষা নোংরা গলির দু’নম্বরী সাংবাদিকদের কবলে রাজউক লালমনিরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন পিএসসি নন-ক্যাডার পরীক্ষায় সাজেশন দেয়ার নামে প্রতারণা গ্রেফতার ১ নুরের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনও সক্রিয়- দুদু ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৪৪৫ রোগী দুদকের মামলায় হেনরীর জামিন নাকচ সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল- রিজভী সামুদ্রিক সম্পদ রক্ষায় বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান-পরিবেশ উপদেষ্টা গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছে, এবং মিথ্যা মামলায় বহু নেতাকর্মী জেল খেটেছে - ফরিদপুরে শামা ওবায়েদ দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার, তিনজন আটক

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ১১:৫১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ১১:৫১:২৫ অপরাহ্ন
নিখোঁজ  ইজিবাইক চালকের লাশ উদ্ধার, তিনজন আটক
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর পুলিশ ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। গত শনিবার রাতে তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙ থেকে যশোর পিবিআই ও থানা পুলিশ রকির লাশ উদ্ধার করে।  হত্যাকাণ্ড ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক চালক সোহাগ হোসেন রকি (২২) গত বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে রাত পার হলেও রকি বাড়ি ফেরেননি। ফলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকেন। তারপরও তার হদিস পাওয়া যায়নি। এই অবস্থায় রকির পিতা লিয়াকত হোসেন ১৮ জানুয়ারি চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের বিষয়টি তদন্তের জন্য যশোর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। এরপর পিবিআই দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায় মোবাইলের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের শরিফুল ইসলাম সজল হোসেন (১৮) ও পাঁচনামনা গ্রামের সুজন, হোসেনকে (১৭) আটক করে। আটকের পর তাদের দেয়া তথ্য মতে গত শনিবার অনুমান রাত ১টার সময়  সোহাগ হোসেন রকির লাশ পৌরসভা অবস্থিত তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙের পট-কচুড়ির ভিতর থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত নিহতের লাশ গত রোববার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানান, রকি ইজিবাইক চালিয়ে সংসার চালাতো। প্রতিদিন রাত ৮/৯টার মধ্যে বাসায় ফিরত। ওই বাড়িতে না আসায় আমরা ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে থানায় গিয়ে জিডি করা হয়। থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত উদ্ধারে যশোর পিবিআই ও থানা পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব