ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রশাসনিক স্থবিরতার কারণে ‘মব’ বৃদ্ধি পাচ্ছে-রিজভী প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, দুই নাইজেরিয়ানসহ গ্রেফতার ৩ গোলামি থেকে মুক্তি পেয়েছি, আগামীতে রাষ্ট্র বিনির্মাণ করবো- নাহিদ সক্রিয় অনলাইন প্রতারক চক্র উত্তাল সমুদ্রে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু নিখোঁজ ২ চট্টগ্রামে প্রকৌশলী হত্যা মামলায় মা ও দুই ভাই গ্রেফতার টাঙ্গাইলে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত রাজধানীতে দুই যুবকের লাশ উদ্ধার কুড়িয়ানার পেয়ারার ভরা মৌসুম আসেনি হঠাৎ অস্থির কাঁচা মরিচের বাজার, ঢাকায় কেজি ২০০ টাকা আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ শহিদ নাফিসার বাসায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বিনামূল্যের পাঠ্যবই ছাপাতে কঠোর অবস্থানে এনসিটিবি বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস পাকিস্তানে ভারি বর্ষণ ও বন্যায় ১৯ জনের মৃত্যু শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯ নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০ মানবতার গল্প নিয়ে পর্দায় আসছে ‘সুপারম্যান’ ইসলাম ধর্ম গ্রহণ করলেন নীল ছবির তারকা

নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার, তিনজন আটক

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ১১:৫১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ১১:৫১:২৫ অপরাহ্ন
নিখোঁজ  ইজিবাইক চালকের লাশ উদ্ধার, তিনজন আটক
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর পুলিশ ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। গত শনিবার রাতে তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙ থেকে যশোর পিবিআই ও থানা পুলিশ রকির লাশ উদ্ধার করে।  হত্যাকাণ্ড ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক চালক সোহাগ হোসেন রকি (২২) গত বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে রাত পার হলেও রকি বাড়ি ফেরেননি। ফলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকেন। তারপরও তার হদিস পাওয়া যায়নি। এই অবস্থায় রকির পিতা লিয়াকত হোসেন ১৮ জানুয়ারি চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের বিষয়টি তদন্তের জন্য যশোর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। এরপর পিবিআই দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায় মোবাইলের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের শরিফুল ইসলাম সজল হোসেন (১৮) ও পাঁচনামনা গ্রামের সুজন, হোসেনকে (১৭) আটক করে। আটকের পর তাদের দেয়া তথ্য মতে গত শনিবার অনুমান রাত ১টার সময়  সোহাগ হোসেন রকির লাশ পৌরসভা অবস্থিত তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙের পট-কচুড়ির ভিতর থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত নিহতের লাশ গত রোববার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানান, রকি ইজিবাইক চালিয়ে সংসার চালাতো। প্রতিদিন রাত ৮/৯টার মধ্যে বাসায় ফিরত। ওই বাড়িতে না আসায় আমরা ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে থানায় গিয়ে জিডি করা হয়। থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত উদ্ধারে যশোর পিবিআই ও থানা পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সক্রিয় অনলাইন প্রতারক চক্র

সক্রিয় অনলাইন প্রতারক চক্র