ঢাকা , মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ , ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলে হঠাৎ বাড়ছে শীত হাটহাজারীতে পাঁচ ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁও বিশেষ অভিযানে আ’লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার পোরশায় ধাতব দ্রব্যের সন্ধানে মাটি খনন বখাটেদের হামলায় আহত যুবকের মৃত্যু ইটভাটা বন্ধে কর্মহীন সহশ্রাধিক শ্রমিক বড়পুকুরিয়া কয়লা খনির এমডি খুঁটির জোর কোথায়? নাহিদ রানাকে নিয়ে চিন্তিত নয় টাইগার কোচ প্রথমবারের মতো শিরোপা জিতলো দুবাই ক্যাপিটালস এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দল ঘোষণা সেভিয়ার বিপক্ষে বার্সার দাপুটে জয় এফএ কাপে বড় অঘটন, লিভারপুলের বিদায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা নিয়ে সিদ্ধান্ত আজকে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয় বাংলাদেশের বিপক্ষে সবসময় চাপে থাকে ভারত ডিআইজি মোল্যা নজরুল রিমান্ডে অপরিবর্তিত থাকছে নীতি সুদহার দুদকের জালে এবার সহকারী হজ’র মালেক ২৫ কর্মকর্তার নামে লকার খুঁজে পায়নি দুদক ইট রড অন্যান্য সামগ্রী খুলে নিয়ে যাচ্ছেন অনেকে

নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার, তিনজন আটক

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ১১:৫১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ১১:৫১:২৫ অপরাহ্ন
নিখোঁজ  ইজিবাইক চালকের লাশ উদ্ধার, তিনজন আটক
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর পুলিশ ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। গত শনিবার রাতে তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙ থেকে যশোর পিবিআই ও থানা পুলিশ রকির লাশ উদ্ধার করে।  হত্যাকাণ্ড ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক চালক সোহাগ হোসেন রকি (২২) গত বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে রাত পার হলেও রকি বাড়ি ফেরেননি। ফলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকেন। তারপরও তার হদিস পাওয়া যায়নি। এই অবস্থায় রকির পিতা লিয়াকত হোসেন ১৮ জানুয়ারি চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের বিষয়টি তদন্তের জন্য যশোর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। এরপর পিবিআই দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায় মোবাইলের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের শরিফুল ইসলাম সজল হোসেন (১৮) ও পাঁচনামনা গ্রামের সুজন, হোসেনকে (১৭) আটক করে। আটকের পর তাদের দেয়া তথ্য মতে গত শনিবার অনুমান রাত ১টার সময়  সোহাগ হোসেন রকির লাশ পৌরসভা অবস্থিত তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙের পট-কচুড়ির ভিতর থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত নিহতের লাশ গত রোববার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানান, রকি ইজিবাইক চালিয়ে সংসার চালাতো। প্রতিদিন রাত ৮/৯টার মধ্যে বাসায় ফিরত। ওই বাড়িতে না আসায় আমরা ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে থানায় গিয়ে জিডি করা হয়। থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত উদ্ধারে যশোর পিবিআই ও থানা পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য