ঢাকা , রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ , ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না ন্যূনতম ঐকমত্য তৈরি করে জাতীয় নির্বাচনের প্রত্যাশা বিএনপি’র বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৪০ নিয়ম ভেঙে আগের রূপে গোলাপি বাস বিদেশ থেকে টনকে টন চাল আসলেও প্রভাব নেই দামে জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আগামী নির্বাচন- প্রেস সচিব শিগগিরই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক-আলী রিয়াজ সরকারের দ্বিতীয় পর্বেও সংঘাতের আশঙ্কা ড. ইউনূসের শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে- প্রধান উপদেষ্টা রাজধানীতে ফের বেপরোয়া কিশোর গ্যাং পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত হলেও মূল্যছাড় দেবে না আদানি বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে শুরু প্রাধান্য পাচ্ছে যে বিষয়গুলো অপারেশন ডেভিল হান্টে ষষ্ঠ দিনে গ্রেফতার ৫০৯ বিপুলসংখ্যক কারখানা বন্ধে দিশেহারা হাজার হাজার শ্রমিক পোশাক রপ্তানির বিপুল টাকা বিদেশেই থেকে যাচ্ছে আশুলিয়ায় ১২শ’ পিস ইয়াবা উদ্ধার আটক ৩ ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড রামগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা সরিষার বাম্পার ফলন কৃষক খুশি গাজি কালুর জীবন ও দর্শন নিয়ে শোকমেলা অনুষ্ঠিত

নাটোরে অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ১১:৪৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ১১:৪৪:১০ অপরাহ্ন
নাটোরে অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা বয়কট করে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্র্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে এবং পদত্যাগ দাবি করে। গত রোববার সকালে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহেল বাকি’র বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ তুলে বিক্ষোভ করে এবং ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে পদত্যাগ দাবি করে। পরে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত অধ্যক্ষ আপাতত ১৫ দিনের ছুটি কাটাবেন বলে জানান সহকারী কমিশনার (ভূমি)। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকবেন সহকারী অধ্যাপক আব্দুল মতিন।
কলেজের অনার্স রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী অনিক জানান, গত রোববার সকালে এইচএসসি ১ম বর্ষের বার্ষিক ও ২য় বর্ষের টেস্ট পরীক্ষা ছিল। উভয় পরীক্ষার বিষয় ছিল আইসিটি। ২য় বর্ষের টেস্ট পরীক্ষার ফি ছিল ২৮০ টাকা। এক্ষেত্রে কলেজ আদায় করেছে ৫০০ টাকা। অবৈধভাবে এ টাকা আদায় করার প্রতিবাদে এবং একই সাথে অন্যান্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শতাধিক শিক্ষার্থী নির্ধারিত আইসিটি পরীক্ষা বয়কট করে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে তাৎক্ষণিক পদত্যাগের দাবি করে। ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে তাৎক্ষণিক পদত্যাগপত্রে স্বাক্ষর করার জন্য চাপ দিতে থাকে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম কলেজে উপস্থিত হয় এবং ছাত্রদের সাথে কথা বলেন।
কলেজের অনার্স ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র মো. সালাউদ্দিন জানান, স্মাতক (পাস) পরীক্ষার ফরম ফিলাপের জন্য ১৩০০ টাকার পরিবর্তে ৩৩০০ টাকা আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ।
এছাড়া বিজ্ঞান ভবন সংস্কার, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানসহ কলেজের বিভিন্ন কাজে অধ্যক্ষ ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। যার ফলে শিক্ষার্থীরা এই অধ্যক্ষের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, অধ্যক্ষ মহোদয় আপাতত ১৫ দিনের ছুটি নিয়েছেন। নির্ধারিত আইসিটি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। অধ্যক্ষ মহোদয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা চাওয়া হবে। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য