ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি
যুদ্ধবিরতির প্রতিবাদ

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৩:২৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৩:২৩:২০ অপরাহ্ন
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ
ইসরাইলের কট্টর-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের সঙ্গে পদত্যাগ করেছেন আরও দুই মন্ত্রী গাজার যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরাইলের কট্টর-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির পদত্যাগ করেছেন। তার সঙ্গে পদত্যাগ করেছেন আরও দুই মন্ত্রী। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা আরও কঠিন হবে। বিবিসি জানায়, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের পাশাপাশি জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের দুই মন্ত্রী আইজ্যাক ওয়াসারলাউফ এবং আমিচাই এলিয়াহু রোববার সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বেন-গাভির দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতায় সোচ্চার ছিলেন। এমনকি, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরাইলকে চাপ দিয়ে আসছিলেন তিনি। নেতানিয়াহুকে পাঠানো পদত্যাগের ঘোষণা পত্রে বেন-গাভির লিখেছেন, তিনি ইসরাইল সরকারকে উৎখাতের চেষ্টা চালাবেন না। তবে যুদ্ধবিরতি চুক্তিকে তিনি ‘সন্ত্রাসবাদের পরিপূর্ণ বিজয়’ বলেই অভিহিত করেন। ওদিকে, হামাস তিন জিম্মির নাম ইসরাইলি কর্তৃপক্ষকে দেওয়ায় নির্ধারিত সময়ের পৌনে তিন ঘণ্টা পর গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে। জিম্মিদের নাম পাওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর রোববার স্থানীয় সময় সোয়া ১১টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানায়। বিবিসি জানিয়েছে, গতকাল রোববার সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির প্রথম দিন হামাস কোন কোন জিম্মিকে মুক্তি দেবে তার তালিকা না পেয়ে ইসরাইল যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা পিছিয়ে দেয়। হামাস সেসময় বলেছিল, কারিগরি জটিলতায় তারা নাম দিতে পারছে না। তবে অল্প সময় পরেই তারা রোমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচার নামের তিন নারী জিম্মির নাম প্রকাশ করে। পরে ইসরাইল সরকারের দাপ্তরিক এক্স একাউন্ট থেকে প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ৩৩ জিম্মির ছবি ও নাম প্রকাশ করা হয়। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী কেফির বিভাসকে জিম্মি করার সময় তার বয়স ছিল মাত্র ৯ মাস। আর সবচেয়ে বেশি ৮৬ বছর বয়স শলমো মানজুরের। যুদ্ধবিরতি কার্যকর হতে যে পৌনে তিন ঘণ্টা দেরি হয়েছে, তার মধ্যেও গাজায় ইসরাইলের হামলা অব্যাহত ছিল। রোববার সকালে ইসরাইলের বিমান হামলায় ভূখণ্ডটির অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স