ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত পাঠানো ৩ জন কারাগারে পবিত্র আশুরা আজ সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত পবিত্র আশুরা ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে-প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে চুয়াডাঙ্গায় ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ডিএসসিসির মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ সময়ের দাবি : বিএসআরইএ ঢাকা বিভাগে ৫৬ সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের এ কে আজাদের বাড়িতে হামলা: ১৬ বিএনপি নেতার নামে মামলা রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার অগ্রিম কর বাড়ায় গণপরিবহনে জটিলতা বাড়ার শঙ্কা ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে

কলম্বিয়ায় বিদ্রোহীদের সহিংসতায় নিহত ৬০

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৩:২০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৩:২০:৩৭ অপরাহ্ন
কলম্বিয়ায় বিদ্রোহীদের সহিংসতায় নিহত ৬০
কলম্বিয়ায় মাদক চোরাচালানের গুরুত্বপূর্ণ এক অঞ্চলে বিদ্রোহী দুই গোষ্ঠীর মধ্যকার বিবাদজনিত সহিংসতায় ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারে মানবাধিকার ন্যায়পাল। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার দপ্তরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কাটাটুম্বোতে বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) ও এখন নিস্ক্রিয় রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) একটি অংশের মধ্যে বিরোধের কারণে সাম্প্রতিক দিনগুলোতে ৬০ জনের মতো লোক নির্মমভাবে মারা পড়েছে, অপহৃত হয়েছে ৩২ জন, ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েকশ লোককে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও গত সপ্তাহে ইএলএনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে বিদ্রোহী এ গোষ্ঠীটির সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে শনিবার এক বিবৃতিতে ইএলএন সহিংসতার দায় ফার্কের একটি অংশের ওপর চাপিয়েছে। বলেছে, ফার্কই বেসামরিকদের হত্যা এবং নানান আগ্রাসনমূলক কাজকর্ম করছে। এই অভিযোগের বিষয়ে ফার্ক আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে এর আগে শুক্রবার বিদ্রোহী এ গোষ্ঠীটি জানিয়েছিল, সহিংসতা আরও বেড়ে যাওয়া এড়াতে তারা তাদের ইউনিটগুলোকে সরিয়ে নিচ্ছে। ভেনিজুয়েলার সীমান্তলাগোয়া হওয়ায় কাটাটুম্বো মাদক চোরাচালানে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। এ অঞ্চল দিয়েই বেআইনি সশস্ত্র গোষ্ঠীগুলো কোকেইন পাচার করে, ভাষ্য একাধিক নিরাপত্তা সূত্রের। কলম্বিয়ার অভ্যন্তরীণ সংঘাতের অবসানে পেত্রোর সরকার ২০২২ সাল থেকেই বামপন্থি গেরিলা দল ও এককালের ডানপন্থি প্যারামিলিটারিদের প্রতিষ্ঠিত অপরাধী গোষ্ঠীগুলোর সঙ্গে একের পর এক শান্তি আলোচনা চালিয়ে আসছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে ছয় দশক ধরে চলা সংঘাত, সহিংসতায় অন্তত সাড়ে ৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। ন্যায়পালের দপ্তর সতর্কবার্তা দিয়ে বলেছে, ইএলএনের বিরোধিতা করায় সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অপহরণের ঝুঁকিতে পড়েছেন। তারা ইএলএন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সংঘাতপ্রবণ এলাকায় মানবিক ত্রাণ সরবরাহ যাওয়ার পরিবেশ নিশ্চিতে এবং বেসামরিকদের ওপর সব ধরনের আক্রমণ বন্ধের আহ্বানও জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স