ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি

কলম্বিয়ায় বিদ্রোহীদের সহিংসতায় নিহত ৬০

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৩:২০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৩:২০:৩৭ অপরাহ্ন
কলম্বিয়ায় বিদ্রোহীদের সহিংসতায় নিহত ৬০
কলম্বিয়ায় মাদক চোরাচালানের গুরুত্বপূর্ণ এক অঞ্চলে বিদ্রোহী দুই গোষ্ঠীর মধ্যকার বিবাদজনিত সহিংসতায় ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারে মানবাধিকার ন্যায়পাল। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার দপ্তরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কাটাটুম্বোতে বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) ও এখন নিস্ক্রিয় রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) একটি অংশের মধ্যে বিরোধের কারণে সাম্প্রতিক দিনগুলোতে ৬০ জনের মতো লোক নির্মমভাবে মারা পড়েছে, অপহৃত হয়েছে ৩২ জন, ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েকশ লোককে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও গত সপ্তাহে ইএলএনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে বিদ্রোহী এ গোষ্ঠীটির সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে শনিবার এক বিবৃতিতে ইএলএন সহিংসতার দায় ফার্কের একটি অংশের ওপর চাপিয়েছে। বলেছে, ফার্কই বেসামরিকদের হত্যা এবং নানান আগ্রাসনমূলক কাজকর্ম করছে। এই অভিযোগের বিষয়ে ফার্ক আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে এর আগে শুক্রবার বিদ্রোহী এ গোষ্ঠীটি জানিয়েছিল, সহিংসতা আরও বেড়ে যাওয়া এড়াতে তারা তাদের ইউনিটগুলোকে সরিয়ে নিচ্ছে। ভেনিজুয়েলার সীমান্তলাগোয়া হওয়ায় কাটাটুম্বো মাদক চোরাচালানে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। এ অঞ্চল দিয়েই বেআইনি সশস্ত্র গোষ্ঠীগুলো কোকেইন পাচার করে, ভাষ্য একাধিক নিরাপত্তা সূত্রের। কলম্বিয়ার অভ্যন্তরীণ সংঘাতের অবসানে পেত্রোর সরকার ২০২২ সাল থেকেই বামপন্থি গেরিলা দল ও এককালের ডানপন্থি প্যারামিলিটারিদের প্রতিষ্ঠিত অপরাধী গোষ্ঠীগুলোর সঙ্গে একের পর এক শান্তি আলোচনা চালিয়ে আসছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে ছয় দশক ধরে চলা সংঘাত, সহিংসতায় অন্তত সাড়ে ৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। ন্যায়পালের দপ্তর সতর্কবার্তা দিয়ে বলেছে, ইএলএনের বিরোধিতা করায় সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অপহরণের ঝুঁকিতে পড়েছেন। তারা ইএলএন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সংঘাতপ্রবণ এলাকায় মানবিক ত্রাণ সরবরাহ যাওয়ার পরিবেশ নিশ্চিতে এবং বেসামরিকদের ওপর সব ধরনের আক্রমণ বন্ধের আহ্বানও জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স