ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

সংস্কার কমিশনের সুপারিশ ঐকমত্য ছাড়া গ্রহণযোগ্য হবে না

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৩:১৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৩:১৮:২৪ অপরাহ্ন
সংস্কার কমিশনের সুপারিশ ঐকমত্য ছাড়া গ্রহণযোগ্য হবে না
আমরা বরাবর এক কথা বলে এসেছি যে, সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্র সংস্কারে কমিশনগুলোর দেওয়া সুপারিশের কোনো কিছুই ‘ঐকমত্য ছাড়া গ্রহণযোগ্য হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমরা এসব রিপোর্ট নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। এজন্য যে, পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেনি। ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। দেশে হাল ধরার পর অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিয়ে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। চলতি বছর ১৫ জানুয়ারি প্রথম ধাপের ছয় কমিশনের মধ্যে চারটির প্রতিবেদন জমা পড়েছে। এ মাসের মধ্যে বাকি দুই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব বলেন, এখানে সরকার যে বলেছে এবং পরিকল্পনা করেছে, রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করবে এবং তারপরেই সিদ্ধান্ত হবে। ঐকমত্য ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। জুলাই-আগস্টের মধ্যে বিএনপি জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু কোনো কোনো পক্ষ থেকে বলা হচ্ছে যে, এই দাবিটি অবাস্তব। এতো দ্রুত নির্বাচন ও সংস্কার সম্ভব নয়। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা বরাবর এক কথা বলে এসেছি যে, সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে দল সরকারে আসবে তারা সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিস্কার করে বলতে পারি যে, আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিএনপির বিপরীত অবস্থানে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সংগঠন জাতীয় নাগরিক কমিটির, যারা ইতোমধ্যে দল গঠনের উদ্যোগ নিয়েছে। সংগঠন দুটি সংস্কার শেষে জাতীয় নির্বাচনের পক্ষে। তার আগে তারা স্থানীয় সরকারের নির্বাচন চায়। অন্যদিকে ‘প্রয়োজনীয়’ সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় বিএনপি। বেশির ভাগ রাজনৈতিক দলেরও একই অবস্থান। শুক্রবার পঞ্চগড়ে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ছয় মাসের মধ্যে নির্বাচন করা অসম্ভব। তার আগে সকাল ১১টায় বিএনপি মহাসচিব দলের নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেন। তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন নেতা-কর্মীরা। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দিনব্যাপী কর্মসূচি পালন করছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন-কর্ম তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, তখন তিনি একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য খুব অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রে নতুন করে সংস্কার কাজ শুরু করেছিলেন। জিয়াউর রহমান প্রথম বাংলাদেশে সংস্কার শুরু করার বিষয়টি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তিনি একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তিনি বদ্ধ অর্থনীতিকে মুক্ত বাজার অর্থনীতির পরিকল্পনা চালু করেন, কৃষিতে বিপ্লব হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স