ঢাকা , মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬ , ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কম্বোডিয়া সীমান্তে ‘দুর্ঘটনা’ ঘটিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, অভিযোগ থাইল্যান্ডের নেপালে মসজিদে হামলা, সাম্প্রদায়িক উত্তেজনার জেরে বন্ধ ভারত সীমান্ত বাসভবনে পড়ে গিয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ বাফার জোন পেরিয়ে সিরিয়ায় অনুপ্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক প্রাথমিকে নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে অসন্তোষ অস্থিরতার শঙ্কা আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক : সিইসি বৈধ-অবৈধ সব প্রার্থীর বিরুদ্ধে আপিল করা যাবে -ইসি সচিব ১২৩ বার পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় গুমে সবচেয়ে বেশি জড়িত র‌্যাব, এরপরই পুলিশ ভ্যাটের সব পেপার রিটার্ন অনলাইনে এন্ট্রির উদ্যোগ এনবিআরের ৭ মার্চের ভাষণ বাদ, স্থান পেয়েছে জুলাই আন্দোলন যাদের হাতে উঠলো এবারের ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস অগ্রিম টিকিট-ট্রেলারে ঝড় তুললো বিজয়ের শেষ সিনেমা আকাশচুম্বী পারিশ্রমিকের কারণে শিরোনামে এলেন তামান্না নতুন চার সিনেমা চুক্তিবদ্ধ হলেন নাজিফা তুষি এবার পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রুনা খানকে

ব্রাজিলে বন্যায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত, মৃত্যু বেড়ে ১২৬

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ১০:৩৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ১০:৩৫:৩৪ অপরাহ্ন
ব্রাজিলে বন্যায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত, মৃত্যু বেড়ে ১২৬ ব্রাজিলে বন্যায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত, মৃত্যু বেড়ে ১২৬
জনতা ডেস্ক
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে রেকর্ড বন্যায় চার লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, মৃত্যু হয়েছে ১২৬ জনের আর নিখোঁজ রয়েছেন আরও ১৪১ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝখানে বন্ধ থাকার পর গত শুক্রবার বৃষ্টি আবার ফিরে এসেছে। এক কোটি লাখ জনসংখ্যার রাজ্যটি বন্যার পাশাপাশি ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমুল বৃষ্টিতে রাজ্যটির অনেকগুলো নদী হ্রদের পানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর নতুন রেকর্ড গড়েছে। বন্যায় বহু সড়ক ডুবে গেছে, ফলে যান চলাচল ব্যাহত হয়ে কয়েকটি এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির সিভিল ডিফেন্স সর্বশেষ তথ্যে জানিয়েছে, বন্যায় পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসদানকারী মেটসুল জানিয়েছে, শুক্রবার হিও গ্রাঞ্জে দো সুলের অধিকাংশ শহরে বৃষ্টি হতে পারে, ঝড় হওয়াও সম্ভাবনা আছে। ঝড়বৃষ্টি সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ব্রাজিলের এই রাজ্যটি গ্রীষ্মমণ্ডলীয় মেরু বায়ুমণ্ডলের এক ভৌগলিক মিলনস্থল, ফলে এখানে এমন এক অবহাওয়া প্যাটার্ন তৈরি হয়েছে যেখানে একসময় প্রচুর বৃষ্টি হয় আর অন্যসময় খরা বিরাজ করে। স্থানীয় বিজ্ঞানীদের বিশ্বাস, জলবায়ু পরিবর্তনের কারণে এই আবহাওয়ার ধরনটি আরও তীব্র হয়েছে। রয়টার্স জানিয়েছে, রাজ্যের রাজধানী পের্তো আলেগ্রির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কানোয়াসের ছয় হাজারেরও বেশি বাসিন্দা স্থানীয় একটি কলেজে আশ্রয় নিয়েছেন। কলেজটিকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে।
বন্যার কারণে পের্তো আলেগ্রির বিদ্যু পানি শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের অধিকাংশ এলাকা পানি অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। নগরীর অধিকাংশ বাসিন্দা পান করার পানিও পাচ্ছেন না। রাজ্য সরকার জানিয়েছে, ৩৮৫০০০ মানুষ পানি পরিষেবাবিহীন অবস্থায় রয়েছেন আর প্রায় ২০টি শহর টেলিযোাগাযোগ আওতার বাইরে রয়েছে। রাজ্যের গর্ভনর এদুয়ার্দো লেইচে জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী হিও গ্রাঞ্জে দো সুলের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্নির্মাণের জন্য অন্তত দশমিক ৬৮ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। গত বৃহস্পতিবার ব্রাজিলের কেন্দ্রীয় সরকার রাজ্যটিকে সহায়তার জন্য ত্রাণের একটি প্যাকেজ ঘোষণা করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ