ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

প্রধানমন্ত্রী ডিজিটাল হজ ব্যবস্থাপনা তদারকি করছেন : প্রতিমন্ত্রী পলক

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ০৩:৫৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ০৩:৫৯:৩১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী ডিজিটাল হজ ব্যবস্থাপনা তদারকি করছেন : প্রতিমন্ত্রী পলক প্রতিমন্ত্রী পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের হজ যাত্রীদের সব কার্যক্রমকে সহজ ও সুন্দর করতে সরকার ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল হজ ব্যবস্থাপনা নিজেই তদারক করছেনএর মাধ্যমে হজের যাবতীয় কার্যক্রম সহজ ও সুন্দর হবেগতকাল শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া কেন্দ্রীয় মসজিদে আরাফাতি হাজী কল্যাণ সমিতির আয়োজনে চলতি বছরে হজ গমনেচ্ছু ব্যক্তিদের সম্মানে আয়োজিত হাজী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনপ্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে গেছেনতিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, তাবলীগ জামাতের জন্যে কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা এবং ইজতেমার জন্যে টঙ্গিতে জমি বরাদ্দ দিয়েছেনবঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনা সারাদেশে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেনইসলামের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেনতিনি আরও বলেন, বাংলাদেশের হজ যাত্রীদের সব কার্যক্রমকে সহজ ও সুন্দর করতে সরকার ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেকোনো হজ যাত্রী যেন মুয়াল্লেম কর্তৃক প্রতারিত না হন, সেজন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছিকেউ যদি প্রতারণামূলক কোনো কাজ করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবেপলক বলেন, ২০০৭ সালে সিংড়ায় আরাফাতি কল্যাণ পরিষদ গঠন করা হয়যার মূল উদ্দেশ্য ছিল হজযাত্রীদের হজে গমনে যাতে কোনোরকম সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য তাদের পরামর্শ এবং সহায়তা করাহজযাত্রীদেরকে যাতে প্রতারণার শিকার না হতে হয় তার জন্য সচেতন হতে হবে এবং সচেতনতা সৃষ্টি করতে হবেআমরা যদি সচেতনতা তৈরি করতে পারি এবং প্রতারকদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে পারি, তাহলে আর কোনো হাজী সাহেব প্রতারিত হবেন না এবং আর কেউ এ ধরনের প্রতারণা করার সাহস করবে নাএ ধরনের প্রতারণা কেউ যেন না করতে পারে তার জন্য আপনারা সচেষ্ট থাকবেন এবং আমাকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে শক্ত আইনগত ব্যবস্থা নেবদেশের মানুষের কল্যাণ, দেশের সমৃদ্ধি এবং ইসলামী উম্মাহ ঐক্য কামনা করে হজ যাত্রীদের দোয়া করার জন্যে প্রতিমন্ত্রী আহ্বান জানানপ্রতিমন্ত্রী প্রায় ২০০ হজ গমনেচ্ছু যাত্রীদের মধ্যে উপহার সামগ্রীও বিতরণ করেনআরাফাতি হাজী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, আরাফাতি হাজী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশীদ প্রমুখ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স