ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

নান্দাইলে জমি দখলের অভিযোগ

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৯:১২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৯:১২:৫৭ অপরাহ্ন
নান্দাইলে জমি দখলের অভিযোগ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মো. রোস্তম আলী, বাবলু ফকির, তসলিম ফকির, রবিকুল ইসলাম ও আনিছ গংদের বিরুদ্ধে নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মৃত জুমন আলীর পুত্র রেজাউল আহম্মেদ রিপন ও রোস্তম আলীর নিরীহ পরিবারকে মিথ্যা মামলায় হয়রানি সহ বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে ভোক্তভোগী নিরীহ পরিবার এই প্রতিবেদককে জানান।
জানা গেছে, চরশ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল কদ্দুসের পুত্র রোস্তম আলী ও মৃত আবেদ আলীর পুত্র বাবলু ফকির ও তসলিম ফকির গং এর সাথে রিপনের পরিবারের দীর্ঘদিন যাবত পারিবারিক মনোমালিন্য রয়েছে। রিপন ও তাঁর ভাই রোস্তম আলী গত ১৫ মাস পূর্বে একই গ্রামের অবঃ প্রাপ্ত পুলিশ আবু সিদ্দিকের নিকট থেকে ১৫ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। আর আবু সিদ্দিক প্রায় ৩০ বৎসর পূর্বে ওই জমি তাঁর ভাতিজা মৃত আব্দুল কদ্দুসের পুত্র রোস্তম আলীর নিকট থেকে ক্রয় করেছিলেন। কিন্তু রোস্তম আলী কাওলা না দিয়ে কালক্ষেপন করতে থাকলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দরবারীগণের রায় অনুযায়ী গত ডিসেম্বর ২০২৪ইং সনে উক্ত জমি আবু সিদ্দিককে দলিল রেজিস্ট্রি করে দেয়। পাশাপাশি রোস্তম আলী একই জমির ৪ শতাংশ রবিকুল ইসলাম ও তসলিম ফকিরকে রেজিস্ট্রি করে দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়। এ বিষয়ে রেজাউল আহম্মেদ রিপন গত গত বৃহস্পতিবার স্থানীয় আনন্দ বাজারে তাঁর আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, রোস্তম আলী ও বাবলু ফকির গং গন্ডগোল সৃষ্টির উদ্দেশ্যেই একই দাগে ২০ শতাংশ জমি থাকার কথা বলে ১৫ এর খাত ৪ শতাংশ অন্যদেরকে লিখে দেয়। এ বিষয়ে আবু সিদ্দিক তিনি রিপন ও রিপনের ভাই রোস্তম আলীর নিকট ১৫ শতাংশ জমি বিক্রির কথা স্বীকার করে বলেন, আমি আমার ভাতিজার নিকট থেকে ১৫ শতাংশ ক্রয় করেছি এবং তা রিপনের পরিবারের নিকট বিক্রী করে দিয়েছি তা এলাকাবাসী সবাই জানে। অহেতুক আমার ভাতিজা রোস্তম আলী গন্ডগোল সৃষ্টি করছেন। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য