ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী
বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনে বক্তারা

সংরক্ষিত আসনে নয় নারীরা সরাসরি নির্বাচন করবে

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৩:০৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৩:০৭:৫৮ অপরাহ্ন
সংরক্ষিত আসনে নয় নারীরা সরাসরি নির্বাচন করবে
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। নারীরা সরাসরি নির্বাচন করবে। নারীদের জন্য কোটা চাই না। আমরা কোটাবিরোধী আন্দোলন করেছিলাম, এখন আর কোটা চাই না। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘পিআর সিস্টেমে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে। আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব। আন্দোলন করে হলেও পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব। তিনি বলেন, যুবসমাজ জাগ্রত হলে জাতি জাগ্রত হয়। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার পরে হবে নির্বাচন। বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখি রাষ্ট্র হতে পারে না। তিনি আরও বলেন, সংস্কারের পরে নির্বাচন। যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন? বলেছিলেন ঈদের পর আন্দোলন করবেন, সেই আন্দোলন কই গেল? গত ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি দেখলাম। কিন্তু বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দেখতে চায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজি, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই।’
বিএনপিকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। পিআর নির্বাচন পছন্দ করছেন না। আমি বলব, এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা তো মনে করেন, আপনারা অনেক তাল গাছ হয়েছেন। আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই। মাটি সরে গেছে। বাংলাদেশের মধ্যে আর চাঁদাবাজ, দখলকারী, খুনিদের দেখতে চাই না। পরিবর্তন করতে হবে। ভোটের পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। তিনি বলেন, যারা হাজার মায়ের কোল খালি করেছে, তাদেরকে নির্বাচনের জন্য আহ্বান করেছেন। আপনারা কী ইঙ্গিত দিচ্ছেন? এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন? নির্বাচনে তাদেরকে নিয়ে এসে ক্ষমতা দখল করবেন? ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পাশের দেশ রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্বসুলভ আচরণ করবে। কিন্তু তাদের আচরণে বন্ধুত্ব পাই নাই। আর তাদের দোসরদেরকে খুশি করবেন? তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতা যাবেন? না। এটা কখনো হবে না। হতে দেয়া যাবে না। পিআর সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়? তিনি আরও বলেন, ‘পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে। আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব। আন্দোলন করে পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব।
হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আ’লীগ : মানুষের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগসহ সব ধরনের নির্যাতন করেছে আওয়ামী লীগ। তারা কৌশলগতভাবে ইসলামী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপিয়েছে বলে মন্তব্য করেছেন হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র্র্র। তিনি বলেন, মানুষের ওপর হামলা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, সব করেছে আওয়ামী লীগ। তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী আন্দোলনের ওপর। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আগামী দিনে ইসলামী আন্দোলনসহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে, তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে যে সমস্ত মাইনরিটি সমাজ আছে, তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। চরমোনাই হুজুরের অতীত ইতিহাস থেকে দেখেছি এবং গত ৫ আগস্টের পর থেকে দেখেছি আপনারা মন্দির পাহারা দিয়েছেন। গ্রামগঞ্জে সবখানে হিন্দুর পাড়ায় আপনারা পাহারা দিয়েছেন। সেই জন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স