ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

এনসিটিবির সামনে হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৩:০৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৩:০৬:১৮ অপরাহ্ন
এনসিটিবির সামনে হামলার প্রতিবাদে মানববন্ধন

ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-জনতার ওপর হামলা ও সারাদেশ জুড়ে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। এ সময় সংগঠনগুলোর পক্ষ থেকে এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এনসিটিবি কর্তৃক আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল, ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা, ভূমিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাগুলোতে আদিবাসীদের ওপর চলমান জবর দখল ও নির্যাতনের প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত জুলাই অভ্যুত্থানের চিত্রকর্ম বা গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে দেশের যে কোনও নাগরিকের বিক্ষোভ প্রদর্শনের অধিকার ন্যায়সঙ্গত গণতান্ত্রিক অধিকার এবং তা বৈষ্যম্যবিরোধী গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আদিবাসীদের স্বার্থ সংরক্ষণের দাবিতে গড়ে ওঠা শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর হামলা নিঃসন্দেহে নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক এবং তা বিক্ষোভকারীদের গণতান্ত্রিক অধিকারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ যা দেশের ভাবমূর্তিকে নিঃসন্দেহে ক্ষুণ্ণ করবে। বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক হামলা আজও চলমান রয়েছে। এ সময় বিক্ষোভরত ছাত্র-জনতার ওপর হামলায় আহতদের সুচিকিৎসা এবং সাম্প্রদায়িক ঘটনাবলির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি গণ-অভ্যুত্থানের ‘আদিবাসী’ সম্বলিত গ্রাফিতি বা চিত্রকর্ম আগের মতই নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকে পুনঃসংযোজিত করার ওপর জোর দাবি জানান তারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে ড. ইউনূস বলেছিলেন আমরা সকলে একটি পরিবার। আজকে কোথায় গেল সেই কথা। যখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা হয়, তখন কোথায় যায় সরকারের সেই কথা। আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া রুবাইয়া চঞ্চলা চাকমা হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর যে হামলা হয়েছে সেটি অমানবিক। মিথ্যা মামলাতে সংখ্যালঘুদের দমিয়ে রাখা যাবে না। এ সময় মানববন্ধনে গণ ফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ