ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

এনসিটিবির সামনে হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৩:০৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৩:০৬:১৮ অপরাহ্ন
এনসিটিবির সামনে হামলার প্রতিবাদে মানববন্ধন

ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-জনতার ওপর হামলা ও সারাদেশ জুড়ে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। এ সময় সংগঠনগুলোর পক্ষ থেকে এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এনসিটিবি কর্তৃক আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল, ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা, ভূমিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাগুলোতে আদিবাসীদের ওপর চলমান জবর দখল ও নির্যাতনের প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত জুলাই অভ্যুত্থানের চিত্রকর্ম বা গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে দেশের যে কোনও নাগরিকের বিক্ষোভ প্রদর্শনের অধিকার ন্যায়সঙ্গত গণতান্ত্রিক অধিকার এবং তা বৈষ্যম্যবিরোধী গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আদিবাসীদের স্বার্থ সংরক্ষণের দাবিতে গড়ে ওঠা শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর হামলা নিঃসন্দেহে নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক এবং তা বিক্ষোভকারীদের গণতান্ত্রিক অধিকারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ যা দেশের ভাবমূর্তিকে নিঃসন্দেহে ক্ষুণ্ণ করবে। বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক হামলা আজও চলমান রয়েছে। এ সময় বিক্ষোভরত ছাত্র-জনতার ওপর হামলায় আহতদের সুচিকিৎসা এবং সাম্প্রদায়িক ঘটনাবলির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি গণ-অভ্যুত্থানের ‘আদিবাসী’ সম্বলিত গ্রাফিতি বা চিত্রকর্ম আগের মতই নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকে পুনঃসংযোজিত করার ওপর জোর দাবি জানান তারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে ড. ইউনূস বলেছিলেন আমরা সকলে একটি পরিবার। আজকে কোথায় গেল সেই কথা। যখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা হয়, তখন কোথায় যায় সরকারের সেই কথা। আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া রুবাইয়া চঞ্চলা চাকমা হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর যে হামলা হয়েছে সেটি অমানবিক। মিথ্যা মামলাতে সংখ্যালঘুদের দমিয়ে রাখা যাবে না। এ সময় মানববন্ধনে গণ ফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স