ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

রাজধানীসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ আহত ১১

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০২:৫৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০২:৫৩:০৯ অপরাহ্ন
রাজধানীসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ আহত ১১
রাজধানী ঢাকা, চট্টগ্রামের মীরসরাইয়ে ও গোপালগঞ্জের কাশিয়ানি, বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ আহত ১১। জনতা প্রতিনিধিদের পাঠানো খবরÑ
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মিরপুর কালশীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. সিয়াম মৃধা (১৫) নামের পোশাককর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. নয়ন (১৮)। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালশী ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। নিহতের দুলাভাই মোহাম্মদ রিয়াজ বলেন, তার শ্যালক সিয়াম নয়ন নামে তার এক বন্ধুর মোটরসাইকেলের করে যাচ্ছিলেন। সে সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুজনই সিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সিয়াম মৃধাকে রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক আহত নয়নকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট পল্লবী থানায় অবগত করা হয়েছে। নিহত সিয়ামের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। তার বাবার নাম মো. আবু বক্কার। বর্তমানে মিরপুর ইষ্টার্ন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তিনি মিরপুরের একটি পোশাক কারখানা চাকরি করতো।
ছেলেকে ডাক্তার দেখাতে ঢাকায় এসে বাবার মৃত্যু
এদিকে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় আদম আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও তিন জন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আসাদগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে আদম আলী মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। আহতরা হলেন নিহতের ছেলে সাকির আলী (১৬), মেয়ের জামাই শাখাওয়াত হোসেন (৩৫) ভাতিজা নবী হোসেন (৫০) ও সিএনজিচালক মিজান। আদম আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মুক্তা রামপুর গ্রামের ওয়ারেজ আলীর সন্তান। মৃতের ভাতিজা মো. মাসুম জানান, তার চাচা পেশায় কাপড় ব্যবসায়ী। ছেলে শাকিরকে ডাক্তার দেখাতে পরিবারসহ রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছিলেন। পরিবারের চার সদস্য সিএনজি অটোরিকশায় করে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে আসাদগেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সবাই আহত হন। পরে ঢামেক হাসপাতালে আদম আলীর মৃত্যু হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাইয়ে বিয়ে থেকে ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজন হলেন, উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার মৃত সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া (৪০), সুরেশ বড়ুয়ার ছেলে সানি বড়ুয়া (৪০) মৃত মেঘল বড়ুয়ার ছেলে নিপু বড়ুয়া (৩৮)। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে মীরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল, সানি ও নিপু তিনজন একি গ্রামের বন্ধু ছিলেন।
দুর্ঘটনায় নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া বলেন, নিহত রুবেল, সানি ও নিপু আমাদের একই গ্রামের কাছের বন্ধু ছিল। বৃহস্পতিবার রাতে সম্ভবত তারা কোন এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনজনের লাশ বাড়িতে আনা হয়েছে।
স্থানীয় ধর্মীয় গুরু শাসন বংশ মহাথের বলেন, সড়কে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। একসাথে তিন বন্ধুর মৃত্যুতে এখন গ্রামে শোকের মাতম চলছে।
এ বিষয়ে জানতে চাইলে দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। লাশগুলো নিহত ব্যক্তিদের স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়।
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্েেটর সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরও সকালে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুর গাছের রস খেতে যাচ্ছিল। ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনো একটি গাড়ি তাদের চাপা দেয়। আমরা ঘাতক বাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন,পাশাপাশি আহত হয়েছেন আরও ৭ জন। গতকাল শুক্রবার ভোররাতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন বাস-ট্রাক থেকে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। যার মধ্যে ট্রাকের চালক মাহাবুব হোসেনকে (৪৫) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহাবুব হোসেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, আর ট্রাকটিকে উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন বাসযাত্রী। নিহতরা হলেন- রিয়াদ কাজী (২০) ও শাহিন (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর থেকে রাজিব পরিবহনের একটি বাস মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এ সময় রিয়াদ ও শাহিন নামের দুই পথচারী এবং বাসের ১ যাত্রী মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহিনও মারা যায়। নিহত রিয়াদ পূর্ব উত্তর শংকরপাশার মো. কামাল কাজীর ছেলে এবং শাহিন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাসিন্দা। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের জন্য প্রচেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স