ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে পাহাড়ে বেড়াতে গিয়ে দুই তরুণের মৃত্যু তরুণরা আর কোনো আধিপত্য মেনে নেবে না : নাহিদ শ্রীপুরে ফিল্মি স্টাইলে এক স্কুলছাত্রকে অপহরণ পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীনের মুখে পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাট টানা বৃষ্টিতে রাজধানী জুড়ে জলাবদ্ধতা অবশেষে মামলা নিয়ে মুখ খুললেন যশ দয়াল ফাঁস হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি! ফ্লুমিনেন্সকে কাঁদিয়ে ফাইনালে চেলসি ইনজুরিতে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা টিভি স্বত্ব বিক্রি করতে পারছে না বিসিবি টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় আজ মাঠে নামবে টাইগাররা বৈষম্য নিরসনে ৮ দফা বড়ুয়া জনগোষ্ঠীর অব্যাহতি বেআইনি চুন্নু এখনো মহাসচিব-আনিসুল নওগাঁর পোরশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি মেম্বার মৃত্যু ৬ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপোতে সংঘবদ্ধ সিন্ডিকেট ১১৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ব্যবসায়ী হত্যার চেষ্টা ৪ লাখ টাকা ছিনতাই

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০২:৩৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০২:৩৮:১৭ অপরাহ্ন
ব্যবসায়ী হত্যার চেষ্টা ৪ লাখ টাকা ছিনতাই
বগুড়া প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে শাজাহান আলী (৪৬) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করে তার চার লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম থানার শরানগাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। শাজাহান আলী নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদিঘী গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের ছেলে। তিনি গত বৃহস্পতিবার রাতে কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শাজাহান আলী কুমিড়া পন্ডিত পুকুর বাজারে ব্যবসা করেন। গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শরানগাড়ি নামক স্থানে তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করেন। এরপর গলায় রাম দা’ দিয়ে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করেন তারা। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তার কাছে থাকা চার লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরে শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রাম দা’ ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মোবাইল ফোনের সূত্র ধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। রাতেই তাদের বাড়িতে অভিযান চালানো হলেও তাদের পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ব্যবসায়ী শাজাহান আলীর গলায় আঘাত থাকার কারণে তিনি কথা বলতে পারছেন না। সুস্থ হলে কত টাকা খোয়া গেছে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য