ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি নাÑ মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ শুক্রবার সকালেও মেট্রোরেল চালুর পরিকল্পনা থানা স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ, যানজট তিতাসের অভিযানে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায় : নুর শেরপুরে গরু চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুর ও রাঙামাটিতে ২ লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ গণতান্ত্রিক সরকার নেই বলেই বিনিয়োগ হচ্ছে নাÑ রিজভী ঢাকায় চলবে গোলাপি বাস, চড়তে লাগবে টিকেট ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবক নিহত সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি
ভুয়া চিকিৎসক আটক

ইনজেকশন দেয়ার পর কিশোরীর মৃত্যু

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০২:৩০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০২:৩০:২৭ অপরাহ্ন
ইনজেকশন দেয়ার পর কিশোরীর মৃত্যু
শেরপুর প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ইনজেকশন পুশ করার পর নওশিন (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুয়া চিকিৎসক জাবেদ ইকবাল বাবুকে পুলিশে সোপর্দ করেছেন জনতা। গত বৃহস্পতিবার দুপুরের পর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ভুয়া চিকিৎসক জাবেদ ইকবাল বাবু ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে। তার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন নেই। তার দাবি, তিনি কলকাতায় ডাক্তারি পড়েছেন। নিহত নওশিন বিশালপুর ইউনিয়নের নাইশিমুল এলাকার নবিন উদ্দিনের মেয়ে। কিশোরীর বাবা নবিন উদ্দিন জানান, বুধবার দুপুরে নওশিনের জ্বর আসে। তখন তিনি সন্তানকে নিয়ে রামচন্দ্রপুরপাড়ার জাবেদ ইকবাল বাবুর চেম্বারে যান। বাবু চিকিৎসা দিয়ে আবার গত বৃহস্পতিবার আসতে বলেন। ফলোআপের জন্য গত বৃহস্পতিবার নিয়ে গেলে শ্বাসকষ্ট আছে বলে একটি ইনজেকশন দেন কথিত চিকিৎসক। এরপর মেয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন জাবেদ ইকবাল তাকে হাসপাতালে নেওয়ার কথা বলেন। পরে ওই কিশোরীকে শেরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবিন উদ্দিন অভিযোগ করে বলেন, আমার মেয়ের সামান্য জ্বর ছিল। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। পরে জনতা ওই ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেন। জাবেদ ইকবাল বাবু ইনজেকশন দেওয়ার কথা স্বীকার করে বলেন, ইনজেকশন দেওয়ার ২-৩ মিনিটের মধ্যেই খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তখন তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হয়তো রাস্তার মধ্যে মারা গেছে। তবে কী ইনজেকশন দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। তিনি জানান, তার বিএমডিসির রেজিস্ট্রেশন নেই। তবে কলকাতায় ডাক্তারি পড়েছেন। এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন বলেন, বিএমডিসি রেজিস্টার্ড না হলে আইন অনুযায়ী তিনি ভুয়া চিকিৎসক। ভুয়া হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত চিকিৎসককে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাটির তদন্ত হচ্ছে। দোষী হলে অবশ্যই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য