ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

ঝুট ব্যবসা নিয়ে কৃষক দল ও ছাত্রদলের সংঘর্ষ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৬:১৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৬:১৪:৫৮ অপরাহ্ন
ঝুট ব্যবসা নিয়ে কৃষক দল ও ছাত্রদলের সংঘর্ষ
গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে কৃষক দল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের ৮ জন আহত হয়েছে। এ সময় আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণ খণ্ড (আনসার রোড) এলাকায় মেঘনা ডেনিম লিমিটেড কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রীপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন এবং শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল আমীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল আমীন (৩০), শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মৃধা (২৫), আবু সামাদ (৪৫), গুলজার হোসেন (৩৮), উজ্জ্বল (২০), সাফায়েত (২২), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পক্ষের রিয়েল (২৭) এবং জাকির মন্ডল (২৫)। গুরুতর আহত আল আমীনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইমরান মৃধাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আহত অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। পৌর যুবদলের সদস্য আল আমীন জানান, সরকার পরিবর্তনের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আব্দুল হান্নান, শ্রীপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন এবং সদস্য জাহাঙ্গীর মন্ডলের নেতৃত্বে মেঘনা ডেনিম লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলে নেয়। এদিন সকালে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মৃধা ব্যক্তিগত কাজে আনসার রোড এলাকায় যায়। স্থানীয় মেঘনা ডেনিম কারখানার সামনে অনেক লোকজনের জমায়েত দেখে মোটরসাইকেল দাঁড় করিয়ে তার ওপর বসেছিলেন। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আব্দুল হান্নান, ওয়ার্ড বিএিনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন এবং সদস্য জাহাঙ্গীর মন্ডলের নেতৃত্বে তাদের প্রায় অর্ধশতাধিক সমর্থক লাঠিসোটা নিয়ে আমার ওপর হামলা করে। খবর পেয়ে শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল আমীন ও তার সহযোগীরা তাকে উদ্ধার করতে আসলে হামলাকারীরা তাদেরকে হামলা করে গুরুতর আহত করে। কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আব্দুল হান্নান জানান, বিসমিল্লাহ এন্টার প্রাইজের নামে তিনিসহ কয়েকজন যৌথভাবে মেঘনা ডেনিম লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে বৈধভাবে ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) নিয়ে ঝুট ব্যবসা করে আসছেন। গত বুধবার তাদের ঝুট বের করা কথা ছিল। বিকাল থেকে শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল আমীন এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মৃধার নেতৃত্বে তাদের পায় ৪০/৫০ জন সমর্থক তাদেরকে ঝুট বের করতে বাধা দেয়। এ সময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হলে তাদের সমর্থকেরা আমাদের দু’জন সমর্থক রিয়েল ও জাকির মন্ডলকে হামলা করে আহত করে। ঝুট ব্যাবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় মেঘনা ডেনিম লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজন ও সমর্থকেরা ঘটনাস্থল থেকে চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ