ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার

অস্ত্রোপচার নয় চোখের পাতার নিচ থেকে পাপড়ি সরানো হয়েছে

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৬:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৬:০৪:২৮ অপরাহ্ন
অস্ত্রোপচার নয় চোখের পাতার নিচ থেকে পাপড়ি সরানো হয়েছে
চোখের উপরিভাগের ঘর্ষণজনিত সমস্যা দ্রুত নিরাময়ের জন্য ওই শিশুটির চোখ ব্যান্ডেজ করে দেয়া হয়েছিল


ঢাকার ধানমন্ডির ‘বাংলাদেশ আই হসপিটালে’ শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচারের’ অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যা তুলে ধরে বলেছে, শিশুটির কোনো চোখেই ‘অস্ত্রোপচার করা হয়নি’।
গতকাল বৃহস্পতিবার ওই ঘটনার ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনও ডেকেছে বাংলাদেশ আই হসপিটাল কর্তৃপক্ষ।
দেড় বছর বয়সী শিশুটির বাম চোখের বদল ডান চোখে অস্ত্রোপচারের অভিযোগে করা মামলায় বাংলাদেশ আই হসপিটালের চিকিৎসক সাহেদ-আরা বেগমকে বুধবার রাত ২টার দিকে এলিফ্যান্ট রোডে তার নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার কাজী মেজবাহুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ইরতিজা আরিজ হাসান নামে ১৮ মাস বয়সী শিশুটিকে চোখের চিকিৎসার জন্য শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. সাহেদ-আরা বেগমের কাছে আনা হয়।
চিকিৎসক শিশুটির চোখের পাতার নিচে চোখের পাপড়ি ও কর্নিয়ার উপরের পর্দায় ক্ষতের (কর্নিয়াল অ্যাব্রাসন) অস্তিত্ব খুঁজে পান। এতে শিশুটির চোখের কর্নিয়ার ক্ষতির কারণ হতে পারে, তাই তা বের করে আনার পরামর্শ দেন।
চিকিৎসাটি কোনো অস্ত্রোপচার ছিল না দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছোট শিশু, তাই আউটডোরে তার চিকিৎসা সম্ভব নয় বিধায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। দুই চোখ পরীক্ষা করে প্রথমে ডান চোখ থেকে চোখের পাপড়ি সরিয়ে দেন। পরবর্তীতে শিশুটির মা-বাবার কথার ভিত্তিতে বাম চোখ পুনরায় পরীক্ষার জন্য অপারেশন রুমে নিয়ে যান এবং বাম চোখ থেকেও চোখের পাপড়ি বের করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, চোখের উপরিভাগের ঘর্ষণজনিত সমস্যা দ্রুত নিরাময়ের জন্য ওই শিশুটির চোখ ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। এটি এই ধরনের চিকিৎসার স্বীকৃত ও প্রচলিত পদ্ধতি, যা কোনো অস্ত্রপচার বা অপারেশন নয়।
পরবর্তী সময়ে চিকিৎসা ব্যবস্থা যথাযথ অনুসরণ করা হলে শিশুটির চোখের কোনো সমস্যা হবে না।
বাংলাদেশ আই হসপিটাল বলছে, বিষয়টি নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুল অস্ত্রোপচার’ হয়েছে বলে রোগীর স্বজনদের বরাতে দাবি করা হয়েছে। ‘যা অত্যন্ত অনাকাঙ্খিত’।
এই প্রতিবেদনে রোগীর সাথে সংশ্লিষ্টদের ভাষ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রকৃত ঘটনাকে সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
এ জন্য ‘সঠিক তথ্য’ তুলে ধরতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স