ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি
শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার

জামিন পেলেন অস্ত্রোপচারের চিকিৎসক

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৬:০৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৬:০৫:১৯ অপরাহ্ন
জামিন পেলেন অস্ত্রোপচারের চিকিৎসক
ঢাকা মহানগর হাকিম মাসুমা রহমান এ আদেশ দেন


ঢাকার ধানমন্ডির ‘বাংলাদেশ আই হাসপাতালে’ দেড় বছরের একটি শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচারের অভিযোগে গ্রেফতার চিকিৎসককে জামিন দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুমা রহমান এ আদেশ দেন।
আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রশিদ। তিনি জামিন পাওয়ার তথ্য দিয়েছেন।
বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেডের চিকিৎসক সাহেদ-আরা বেগমকে বুধবার রাত ২টার দিকে এলিফেন্ট রোডে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে ধানমন্ডি থানার পুলিশ।
অন্যদিকে ডা. সাহেদ-আরার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী রশিদ।
শুনানিতে আইনজীবী বলেন, শিশুটির চোখে চোখের পাপড়ি ছিল। মাত্র ১৬ মিনিটে সেটা পরিষ্কার করা হয়েছে। এটা তেমন ‘সিরিয়া’ কোনো অস্ত্রোপচার ছিল না।
তিনি বলেন, শিশুর স্বজনরা প্রথমে বলেছেন ডান চোখে সমস্যা। সেটা পরিস্কার করা হয়। পরে বলা হয়, বাঁ চোখে সমস্যা। সেই চোখও পরিষ্কার করা হয়।
অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি করার কথা তুলে ধরে আইনজীবী বলেন, বাদী থানায় গিয়ে বলেছেন, মামলা তুলে নেওয়া হবে।
এছাড়া অসুস্থতার কথা তুলে ধরে আদালতকে ডা. সাহেদ-আরাকে জামিন দেওয়ার অনুরোধ করেন অ্যাডভোকেট রশিদ।
শুনানিতে বাদীপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত ডা. সাহেদ-আরাকে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেছেন, ভুল চিকিৎসার অভিযোগ এনে শিশুটির বাবা মাহমুদ হাসান বুধবার একটি মামলা করেছেন। এরপর চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
চোখের সমস্যার কারণে দেড় বছর বয়সী শিশু ইরতিজা আরিজ হাসানকে নিয়ে গত মঙ্গলবার বাংলাদেশ আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ও স্ট্র্যাবিসমাস সার্জন সাহেদ-আরা বেগমের কাছে তার বাবা-মা গিয়েছিলেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ওসি মাসুদ বলেন, হাসানের বাঁ চোখের মধ্যে ময়লা জাতীয় কোনো কিছুর অস্তিত্ব নিশ্চিত করেন ওই চিকিৎসক। পরে অপারেশনের জন্য সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে এনেসথেসিয়া দিয়ে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বের করার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাঁ চোখের জায়গায় হাসানের অপারেশন করা হয়েছে ডান চোখে।
ওসি মাসুদ বলেছেন, তখন পরিবারের সদস্যরা বিষয়টা চিকিৎসককে জানালে শিশুটিকে ফের ওপারেশন থিয়েটারে নিয়ে বাঁ চোখে অস্ত্রোপচার করা হয় বলে অভিযোগ তুলেছে পরিবারেরর সদস্যরা।
তবে শিশুটি এখন সুস্থ আছে বলেও নিশ্চিত করেছেন তার বাবা মাহমুদ হাসান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য