* প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চায় সংস্কার কমিশন
* দুর্নীতি বন্ধে জবাবদিহি নিশ্চিতের সুপারিশ
* কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মে কঠোর শাস্তি
* প্রশাসনে বিকেন্দ্রীকরণ করতে হবে
প্রশাসনে মেধার ভিত্তিতে নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও বদলির সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি আমলাতন্ত্রকে জনমুখী করতে সুপারিশ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে গত তিন অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে এ কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, চার বিভাগ, ছয় জেলা ও চার উপজেলা সফর করে অংশীজনদের মতামত নিতে ২০টির বেশি সভা করেছে কমিশন। এ ছাড়া সংস্কার নিয়ে এখন পর্যন্ত লক্ষাধিক মানুষের কাছ থেকে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে মতামত এসেছে। অংশীজনদের মতামত ও পরামর্শ নিয়ে প্রতিবেদন তৈরির কাজ করছে সংস্কার কমিশন।
জানা গেছে, জনপ্রশাসনে মেধার ভিত্তিতে নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও বদলির সুপারিশ করা হবে। এ ক্ষেত্রে তদবির ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে সুপারিশ থাকবে। এ ছাড়া দুর্নীতি বন্ধে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতে বিভিন্ন সুপারিশও থাকবে। কোনো কর্মকর্তা অনিয়ম করলে যেন শাস্তি পান, সে বিষয়েও সুপারিশ থাকবে। পাশাপাশি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়েও জোর দিচ্ছে কমিশন। আরও জানা গেছে, সরকারি সেবা সহজ করতে প্রশাসনের বিকেন্দ্রীকরণে গুরুত্ব দিচ্ছে সংস্কার কমিশন। জনগণকে ছোট ছোট কাজে আর যেন সচিবালয়ে যেতে না হয় সে বিষয়েও সুপারিশ করা হবে। এছাড়া আমলাতন্ত্রকে জনমুখী করতে নানা দিক নির্দেশনামূলক সুপারিশ থাকবে।
উপসচিব ও যুগ্মসচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি এবং উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ সুপারিশ করা হবে বলে কমিশন প্রধান আগে যে তথ্য দিয়েছিলেন, চূড়ান্ত প্রতিবেদনে তা বাদ যেতে পারে।
নাম প্রকাশ না করে কমিশনের একজন সদস্য বলেন, আমরা চাই মেধার ভিত্তিতেই পদোন্নতি, পদায়ন ও বদলি হোক। তদবির ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হোক। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতিবেদনে সুপারিশ থাকবে। অতীতে দেখা গেছে, বড় বড় অনিয়মেও অনেক কর্মকর্তা শাস্তি পাননি বা কম পেয়েছেন। শাস্তি নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হচ্ছে। ওই সদস্য আরও বলেন, আমরা প্রতিবেদনে যত সুপারিশ করি না কেন-রাজনৈতিক দলগুলো আন্তরিক না হলে কাজের কাজ কিছুই হবে না। কারণ সংস্কার অনেক সময়ের ব্যাপার। তা রাজনৈতিক সরকারগুলোকেই বাস্তবায়ন করতে হবে।
এদিকে কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারিতে আলোচনা হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। গত বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। রিজওয়ানা হাসান বলেন, ‘যেহেতু কমিশন প্রধানরা এক মাস সময় চেয়ে নিয়েছেন। তারা নিজেরা বসে প্রাধান্যগুলো ঠিক করবেন। আমার ধারণা, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে হয়ত আলোচনা শুরু করা যাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তারা তাদের লিখিত মতামত দিয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘কমিশন যদি কাজ আগে শেষ করতে পারে, তাহলে হয়ত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আলোচনা শুরু হতে পারে। জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য মোট ১১টি কমিশন গঠন করে দেয়।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশনের ও স্থানীয় সরকার সংস্কার কমিশন।
ইতোমধ্যে প্রথম পর্যায়ে গঠন করা চার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গত ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের কাছে- সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়া হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দেয়া হবে। কমিশনের প্রতিবেদন জমা দিলেই এ বিষয়ে জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

জন প্রশাসন
শাস্তি-মেধা-প্রশিক্ষণে জোর দিচ্ছে কমিশন
- আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০২:৩৭:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০২:৩৭:১৪ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ