ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

জনগণ আবারো রাজপথে নেমে আসবে, হুঁশিয়ারি বাম জোটের

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৫:৩৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৫:৩৭:১৮ অপরাহ্ন
জনগণ আবারো রাজপথে নেমে আসবে, হুঁশিয়ারি বাম জোটের
গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইলে জনগণ আবারো রাজপথে নেমে আসবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতরা এখন চিকিৎসার দাবিতে সড়কে নেমে আসলেও সরকারের তাতে টনক নড়ছে না। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে তারা এসব কথা বলেন। বিভিন্ন পণ্যে বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারসহ জনজীবনের সংকট নিরসন, ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে হামলার প্রতিবাদ, সংস্কার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) ও বাম জোটের সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক কাজী রুহুল আমীন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম। সমাবেশ সঞ্চালনা করেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ার। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার। বাম জোট নেতারা বলেন, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইলে জনগণ আবারো রাজপথে নেমে আসবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করার দাবি জানিয়ে বাম নেতারা বলেন, এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অর্থনীতি বহাল আছে। সেই ধারাবাহিকতায় শতাধিক পণ্যে ভ্যাট ট্যাক্স আরোপ করা হয়েছে। অবিলম্বে তা বাতিল করতে হবে। তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এই অভ্যুত্থানে প্রায় দু’হাজার মানুষ শহিদ হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। অনেকে চোখ হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। অন্তর্বর্তী সরকার পাঁচ মাসেও শহিদদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি। আহতদের চিকিৎসার সুব্যবস্থা করতে পারেনি। আহতরা চিকিৎসার দাবিতে রাস্তায় আন্দোলন পর্যন্ত করছে। অথচ সরকারের টনক নড়ছে না। গতকাল বুধবার সকালে এনসিটিবির সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’-র সদস্যরাই হামলা করেছেন বলে বাম জোটের সভায় অভিযোগ আনেন নেতারা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স