ঢাকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফসলের উৎপাদন খরচ খুঁজতে ভ্রমণ ব্যয়ই ১০ কোটি টাকা বিভিন্ন ইস্যুতে সংঘটিত হচ্ছে লুটপাট-সহিংসতা প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে মনিটরিং টিম ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরে দিশেহারা বিশ্ব বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ মাইনরিটি দলকে নিবন্ধন দিল ইসি রাজবাড়ীর চরে আগুনে ছাই ঘরবাড়িসহ ১২ গরু চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ১৩ ঘর হারাম টাকা দিয়ে ইবাদত হয় না-ধর্ম উপদেষ্টা ব্যবসায়ীকে কুপিয়ে জখম বাবা-মেয়ে কারাগারে চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু এস আলমের ৯০ বিঘা জমি জব্দ স্থবির এলজিইডি ঢাকা জেলা গাজার প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার র‌্যালি করবে বিএনপি আমদানি বৃদ্ধিতে বেড়েছে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কাস্টমস্ কর্মকর্তার অঢেল সম্পদ! অর্থ পাচারকারীদের জীবন কঠিন হবে-গভর্নর পোশাকশ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষ, আহত ৫০ অপরাজেয় বায়ার্নকে রুখে দিলো ইন্টার মিলান

জনগণ আবারো রাজপথে নেমে আসবে, হুঁশিয়ারি বাম জোটের

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৫:৩৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৫:৩৭:১৮ অপরাহ্ন
জনগণ আবারো রাজপথে নেমে আসবে, হুঁশিয়ারি বাম জোটের
গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইলে জনগণ আবারো রাজপথে নেমে আসবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতরা এখন চিকিৎসার দাবিতে সড়কে নেমে আসলেও সরকারের তাতে টনক নড়ছে না। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে তারা এসব কথা বলেন। বিভিন্ন পণ্যে বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারসহ জনজীবনের সংকট নিরসন, ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে হামলার প্রতিবাদ, সংস্কার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) ও বাম জোটের সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক কাজী রুহুল আমীন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম। সমাবেশ সঞ্চালনা করেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ার। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার। বাম জোট নেতারা বলেন, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইলে জনগণ আবারো রাজপথে নেমে আসবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করার দাবি জানিয়ে বাম নেতারা বলেন, এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অর্থনীতি বহাল আছে। সেই ধারাবাহিকতায় শতাধিক পণ্যে ভ্যাট ট্যাক্স আরোপ করা হয়েছে। অবিলম্বে তা বাতিল করতে হবে। তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এই অভ্যুত্থানে প্রায় দু’হাজার মানুষ শহিদ হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। অনেকে চোখ হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। অন্তর্বর্তী সরকার পাঁচ মাসেও শহিদদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি। আহতদের চিকিৎসার সুব্যবস্থা করতে পারেনি। আহতরা চিকিৎসার দাবিতে রাস্তায় আন্দোলন পর্যন্ত করছে। অথচ সরকারের টনক নড়ছে না। গতকাল বুধবার সকালে এনসিটিবির সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’-র সদস্যরাই হামলা করেছেন বলে বাম জোটের সভায় অভিযোগ আনেন নেতারা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স