ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

মাছ মাংস ও ডিমের সঙ্গে সবজির দামও চড়া

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ০৩:৪৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ০৩:৪৫:২৩ অপরাহ্ন
মাছ মাংস ও ডিমের সঙ্গে  সবজির দামও চড়া
বাজারে মাছ, মাংস, ডিমসহ সব ধরনের আমিষের দাম চড়াএরসঙ্গে খরায় উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়েছে সবজির দামওকয়েকটি সবজি প্রতি কেজির দাম ১০০ টাকার ঘরে পৌঁছেছেএবার মৌসুম শেষ হতেই বেড়েছে আলুর দামএদিকে চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও উচ্চমূল্যে স্থিতিশীল হয়ে আছেসব মিলিয়ে সাধারণ ক্রেতাদের জন্য বাজারে তেমন সুখবর নেইগতকাল শুক্রবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে জানা গেছে, প্রতি কেজি বেগুনের দাম আবারও শতক ছুঁয়েছেআকার ও মানভেদে প্রতি কেজি বেগুনের দাম চাওয়া হচ্ছে ১০০ থেকে ১২০ টাকাবরবটির দাম রাখা হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিআর পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়বাজারে অন্যান্য সবজির মধ্যে ঝিঙে, ধুন্দুল ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকাকিছুটা কমে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে পটোল ও ঢ্যাঁড়সএদিকে ক্রেতাদের এক কেজি আলু কিনতে গুনতে হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকাএদিকে রোজার সময়ে বেড়ে যাওয়া মাংসের বাজারে ঈদের পর আরেকটু পরিবর্তন এসেছেগরমে মুরগি মরার প্রভাব পড়েছে বাজারেসোনালি মুরগির দাম প্রতি কেজি ৪০০ টাকায় উঠেছেকোথাও আরও ১০ টাকা বাড়তিরোজার মধ্যেও যা প্রতি কেজি ৩৫০ টাকার আশপাশে ছিলব্রয়লার মুরগির কেজি ২২০ থেকে ২৩০ টাকাঈদের পর নতুন করে ডিমের দাম ডজনে ২০ টাকা বেড়েছেফার্মের বাদামি রঙের ডিমের দাম পড়ছে প্রতি ডজন ১৩৫ থেকে ১৪০ টাকাসাদা রঙের ডিম ১৩০ থেকে ১৩৫ টাকাগরুর মাংসের কেজি পড়ছে ৭৫০ থেকে ৮০০ টাকাখাসির মাংসের দাম পড়ছে ১০০০ থেকে ১ হাজার ১০০ টাকা
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, গরমের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে মুরগি ও ডিম উৎপাদনে বিশেষ নজর দিতে হবেএছাড়া বাজার দীর্ঘ মেয়াদে ক্রেতাদের নাগালের বাইরে চলে যেতে পারেউদ্বেগের বিষয় হচ্ছে, ক্ষুদ্র খামারিরা উৎপাদনে না ফিরতে পারলে বাজারে অস্থিরতা আরও বাড়বেমাংসের মতো মাছের বাজারেও দামের উত্তাপআকারভেদে চাষের তেলাপিয়া ও পাঙ্গাশ কিনতে হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকায়চাষের রুই মাছের দাম পড়ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজিইলিশের বাজারের ঠিক নেইএক কেজি আকারের ইলিশের দাম হাঁকানো হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকাদেশি মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরেএক কেজি শোল ও মাগুর আকারে ছোট হলেও দাম চাওয়া হচ্ছে ৮০০ টাকামাঝারি আকারের বাইম ও বোয়ালের কেজি হাজার টাকার মতোসামনে কোরবানিকে ঘিরে চড়া হচ্ছে মসলার বাজারপেঁয়াজ, রসুন ও আদার দাম গত বছরের এই সময়ের তুলনায় কিছুটা বেশি দেখা যাচ্ছেভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ থাকলেও দাম বেশি হওয়ার কারণে আমদানিকারকদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে নাতাতে দেশের বাজারে পেঁয়াজের দামে বড় প্রভাব নেইক্ষেত্রবিশেষে পেঁয়াজের দাম গত এক সপ্তাহে কেজিতে পাঁচ টাকার মতো কমেছেএখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি
কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা বাবুল মিয়া বলেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ ভালোতবে দাম এখনো সেভাবে কমেনিভারত থেকে পেঁয়াজ আসা শুরু করলে দেশের বাজারে দাম কমবে বলে আশা করা যাচ্ছেদেশি ও আমদানি করা রসুনের দামও সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছেদেশি রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০ থেকে ২১০ টাকাআর আমদানি করা রসুনের দাম পড়ছে ২০০ থেকে ২৪০ টাকাআমদানি করা আদার দাম পড়ছে ২০০ থেকে ২৪০ টাকাআর দেশি আদার কেজি পড়ছে সাড়ে ৩৫০ টাকার ওপরেচাল, ডাল, আটা, ময়দা, চিনি ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উচ্চমূল্যে স্থিতিশীল হয়ে আছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স