
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবলীগ নেতা আটক


নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী পৌরসভায় অভিযান চালিয়ে অস্ত্র ও ম্যাগাজিনসহ পান্থ নাথ রাহুল (৩৯) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া থেকে তাকে আটক করা হয়। পান্থ নাথ রাহুল নোয়াখালী পৌর এলাকার মৃত সুকুমার নাথের ছেলে। তিনি যুবলীগের জেলা কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় অবস্থিত অপরাজিতা ভবনের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যথা সময়ে আদালতে সোপর্দ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ